জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছ, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে’ গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিসেফের পুষ্টিবিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর আগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুলসংখ্যক শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে। গাজা উপত্যকার শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতাকে প্রভাবিত করছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা উপত্যকায় জরুরিভাবে বহুমুখী মানবিক সহায়তার নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছ, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে’ গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউনিসেফের পুষ্টিবিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর আগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুলসংখ্যক শিশু মারা যেতে পারে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে। গাজা উপত্যকার শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতাকে প্রভাবিত করছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজা উপত্যকায় জরুরিভাবে বহুমুখী মানবিক সহায়তার নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১১ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১১ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১২ ঘণ্টা আগে