ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ড্রোন হামলা চেষ্টার অভিযোগে ইরান-আফগান সীমান্তে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকের সময় সন্দেহভাজন এজেন্টরা ইরান ও আফগানিস্তানের মধ্যে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থান করছিলেন। ইরানের গোয়েন্দা সংস্থা ও আফগানিস্তানের তালেবান গোয়েন্দারা একটি যৌথ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা আফগান সীমান্ত থেকে ড্রোন পরিচালনা করে ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় বা লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে ইরানের অধীনে নিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে ইরান। ধারণা করা হয়, হামাসকে অস্ত্র সরবরাহের পাশাপাশি গোপনে প্রশিক্ষণও দেয় দেশটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধাদের এক আকস্মিক হামলায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া আরও ২২৪ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই বোমা হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
গত সপ্তাহ থেকে বিমান হামলার পাশাপাশি গাজায় প্রবেশ করে স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তবে স্থল অভিযানে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানা গেছে বিভিন্ন প্রতিবেদনের সূত্রে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। ড্রোন হামলা চেষ্টার অভিযোগে ইরান-আফগান সীমান্তে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকের সময় সন্দেহভাজন এজেন্টরা ইরান ও আফগানিস্তানের মধ্যে দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থান করছিলেন। ইরানের গোয়েন্দা সংস্থা ও আফগানিস্তানের তালেবান গোয়েন্দারা একটি যৌথ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা আফগান সীমান্ত থেকে ড্রোন পরিচালনা করে ইরানের গুরুত্বপূর্ণ এলাকায় বা লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে ইরানের অধীনে নিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ।
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে মন্তব্য করেছিলেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে ইরান। ধারণা করা হয়, হামাসকে অস্ত্র সরবরাহের পাশাপাশি গোপনে প্রশিক্ষণও দেয় দেশটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধাদের এক আকস্মিক হামলায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া আরও ২২৪ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই বোমা হামলায় এখন পর্যন্ত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
গত সপ্তাহ থেকে বিমান হামলার পাশাপাশি গাজায় প্রবেশ করে স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তবে স্থল অভিযানে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানা গেছে বিভিন্ন প্রতিবেদনের সূত্রে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে