Ajker Patrika

কুয়েতে সেনাদের প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের নারী প্রশিক্ষকেরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৬: ২১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল আওসাত।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হুসেইন স্থানীয় দৈনিক আল-জারিদাকে বলেন, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি নারী সেনা সদস্যদের কুয়েতি নারী সদস্যদের প্রশিক্ষণে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুয়েত ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু পদে নারীদের যোগদানের অনুমতি দেয় কুয়েত সরকার। এরপর চলতি বছরের জুনে প্রথমবারের মতো আলি আল সাবাহ সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে গত এপ্রিল মাসে কুয়েতি সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল পাইলট শেখ সাবাহ আল-জাবের আল সাবাহ বলেন, ‘নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি কুয়েতি সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের অংশ।’

রাষ্ট্রদূত সৈয়দ হুসেইন জানান, সম্প্রতি তিনি লেফটেন্যান্ট জেনারেল শেখ সাবাহ আল-জাবেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল কুয়েতের মুবারক আল-আবদুল্লাহ যৌথ কমান্ড ও স্টাফ কলেজ এবং বাংলাদেশের সমমানের প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক বিনিময়, দুই দেশের মধ্যে যৌথ কমান্ডো প্রশিক্ষণ পুনরায় চালু করা, সামরিক আবাসন ও ব্যারাক নির্মাণে প্রকৌশল সহায়তা প্রদান এবং কুয়েতি সেনাবাহিনীর নারী সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশি নারী প্রশিক্ষক পাঠানো।

এ ছাড়া আলোচনা হয়েছে সামরিক ব্যান্ড পরিচালনায় সহযোগিতা, কুয়েতি সামরিক ব্যান্ডের প্রশিক্ষণ ও জনবল সরবরাহে বাংলাদেশের সহায়তা, চুক্তি অনুযায়ী ছদ্মবেশী সামরিক পোশাক সরবরাহ এবং কুয়েতে বিশেষায়িত উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে।

বর্তমানে কুয়েতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি সামরিক সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তথ্যপ্রযুক্তি ইউনিটসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন বলে জানান রাষ্ট্রদূত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি, শেষে ৩ জনই কারাগারে

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত