Ajker Patrika

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১: ৫২
ছবি: ইউনিসেফ
ছবি: ইউনিসেফ

গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাব সম্পর্কে আরও একটি উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি বলেছেন, ‘যুদ্ধের শুরু থেকে গাজায় এ পর্যন্ত ১৭ হাজারের বেশি শিশু নিহত হয়েছে, গড়ে প্রতিদিন ২৮ জন। অর্থাৎ আমরা প্রায় দুই বছর ধরে প্রতিদিন একটি পুরো শ্রেণিকক্ষের শিক্ষার্থী হারাচ্ছি।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ক্যাথরিন রাসেল বলেন, শিশুরা কোনো রাজনৈতিক পক্ষের নয়। তারা সংঘাত শুরু করে না এবং তারা এটি থামাতেও অক্ষম। কিন্তু সংঘর্ষের বড় ভুক্তভোগী এই শিশুরা। বিশ্ব তাদের রক্ষায় ব্যর্থ।

এদিকে জাতিসংঘের মানবিক কার্যক্রম-বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে এখন মাত্র ১৭টি অবশিষ্ট রয়েছে। ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে কাজ করছে। এর মধ্যে প্রতিদিন ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়ে এসব হাসপাতালে আসছে।

ফ্লেচার জানান, হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জামের প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান জ্বালানি-সংকটের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। তিনি জুন মাসে শিশুদের মধ্যে অপুষ্টির উদ্বেগজনক হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে, গাজার প্রায় ৫ হাজার ৮০০-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত