অনলাইন ডেস্ক
ইসরায়েলে ভয়াবহ দাবানলের মধ্যেও গাজায় বর্বরতা থামায়নি নেতানিয়াহু প্রশাসন। পুরোদমেই চলছে অভিযান। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় প্রাণ হারিয়েছে উপত্যকার আরও অন্তত ৩১ বাসিন্দা। আজ শুক্রবার ভোরের আলো ফোটার আগেই হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ।
উপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের শেখ নাসের ও শেখ রেদওয়ান এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। মর্টার শেল দিয়ে হামলা চালানো হয়েছে। তবে, হতাহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিকদের তাঁবু আর আবাসিক বাড়িঘর। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি— হামাসই তাদের হামলার একমাত্র লক্ষ্য। তাদের সাফাই—গাজার বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, সে কারণেই এত বেসামরিক প্রাণহানি।
চুপ করে বসে নেই হামাসও। দখলদার শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে তারা। শুক্রবার এক বিবৃতিতে কাসাম ব্রিগ্রেড জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ সিটির পশ্চিমে তাল আস সুলতান এলাকায় একটি গোপন ঘাঁটি গেড়েছে তারা। কয়েক দিন আগে ওই ঘাঁটি থেকে চালানো হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও উত্তর গাজায় এক সেনা নিহতের কথা স্বীকার করেছে।
এদিকে, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। টানা দুই মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজায় এখন ৯২ শতাংশ শিশু ও গর্ভবতী নারী চরম অপুষ্টিতে ভুগছে। এমন পরিস্থিতিতে গাজাকে দুর্ভিক্ষকবলিত এলাকা হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান ।
জাতিসংঘ বলছে, গাজা সীমান্তে ত্রাণ নিয়ে অপেক্ষা করছে প্রায় ৩ হাজার ট্রাক। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে ঢুকতে পারছে না সেগুলো। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, মজুত শেষ হয়ে যাওয়ায় তারা আর কর্মসূচি চালাতে পারছে না গাজায়।
ইসরায়েলে ভয়াবহ দাবানলের মধ্যেও গাজায় বর্বরতা থামায়নি নেতানিয়াহু প্রশাসন। পুরোদমেই চলছে অভিযান। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় প্রাণ হারিয়েছে উপত্যকার আরও অন্তত ৩১ বাসিন্দা। আজ শুক্রবার ভোরের আলো ফোটার আগেই হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ।
উপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের শেখ নাসের ও শেখ রেদওয়ান এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। মর্টার শেল দিয়ে হামলা চালানো হয়েছে। তবে, হতাহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিকদের তাঁবু আর আবাসিক বাড়িঘর। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি— হামাসই তাদের হামলার একমাত্র লক্ষ্য। তাদের সাফাই—গাজার বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, সে কারণেই এত বেসামরিক প্রাণহানি।
চুপ করে বসে নেই হামাসও। দখলদার শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে তারা। শুক্রবার এক বিবৃতিতে কাসাম ব্রিগ্রেড জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ সিটির পশ্চিমে তাল আস সুলতান এলাকায় একটি গোপন ঘাঁটি গেড়েছে তারা। কয়েক দিন আগে ওই ঘাঁটি থেকে চালানো হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও উত্তর গাজায় এক সেনা নিহতের কথা স্বীকার করেছে।
এদিকে, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। টানা দুই মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজায় এখন ৯২ শতাংশ শিশু ও গর্ভবতী নারী চরম অপুষ্টিতে ভুগছে। এমন পরিস্থিতিতে গাজাকে দুর্ভিক্ষকবলিত এলাকা হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান ।
জাতিসংঘ বলছে, গাজা সীমান্তে ত্রাণ নিয়ে অপেক্ষা করছে প্রায় ৩ হাজার ট্রাক। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে ঢুকতে পারছে না সেগুলো। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, মজুত শেষ হয়ে যাওয়ায় তারা আর কর্মসূচি চালাতে পারছে না গাজায়।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
২ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
২ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৪ ঘণ্টা আগে