Ajker Patrika

এবার ইসরায়েলি তেলের ট্যাংকার ছিনতাই

এবার ইসরায়েলি তেলের ট্যাংকার ছিনতাই

এক সপ্তাহ আগেই লোহিত সাগর থেকে ইসরায়েলি মালিকানায় থাকা মালবাহী একটি জাহাজ ছিনতাই করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার লোহিত সাগরের এডেন উপসাগর থেকে ছিনতাই হয়েছে একটি ইসরায়েলি তেলের ট্যাংকার। 

আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার অজ্ঞাত বন্দুকধারীরা সেন্ট্রাল পার্ক নামের ট্যাংকারটি ছিনতাই করে নিয়ে গেছে। এই জাহাজে করে তরল রাসায়নিক বহন করা হচ্ছিল। 

এলএসইজি-এর তথ্য অনুসারে, তরলবাহী জাহাজটি পরিচালনা করে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড। এটি লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌযান ব্যবস্থাপনা কোম্পানি। 

তাৎক্ষণিকভাবে এই ছিনতাইয়ের ঘটনায় কোনো পক্ষ দায় শিকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে ছিনতাই হওয়া মালবাহী ‘গ্যালাক্সি লিডার’ জাহাজটির মতো ‘সেন্ট্রাল পার্ক’ নামের জাহাজটিও ছিনতাই করেছে হুতি বিদ্রোহীরা। কারণ গ্যালাক্সি লিডার ছিনতাই করার পর ইসরায়েলি সংযোগ থাকা আরও জাহাজ ছিনতাই করা হবে বলে ঘোষণা দিয়েছিল অস্ত্রধারী সংগঠনটি। 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম ছিনতাইয়ের ঘটনাটিকে ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে হিসেবে আখ্যা দিয়েছে। 

সমুদ্র নিরাপত্তা বিষয়ক কোম্পানি আমব্রে জানিয়েছে, ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখছে মার্কিন নৌবাহিনী। 

আরও জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইতিপূর্বে হুমকি দিয়েছিল যে—ট্যাংকারটি ইয়েমেনের হোদেইদাহ বন্দরের দিকে না ঘুরলে হামলা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত