অবরুদ্ধ গাজা উপত্যকার কাছাকাছি মিসরের সামরিক সীমান্ত চৌকিতে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে। এদিকে এ হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের ভুলবশত হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন। ইসরায়েল এ ঘটনায় দ্রুত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
এদিকে হিজবুল্লাহ গতকাল শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এতে ইসরায়েলের পাল্টা হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত।
অবরুদ্ধ গাজা উপত্যকার কাছাকাছি মিসরের সামরিক সীমান্ত চৌকিতে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ রোববার ইসরায়েলের সামরিক বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে। এদিকে এ হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের ভুলবশত হামলায় কয়েকজন মিসরীয় সীমান্ত প্রহরী আহত হয়েছেন। ইসরায়েল এ ঘটনায় দ্রুত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
এদিকে হিজবুল্লাহ গতকাল শনিবার দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে। এতে ইসরায়েলের পাল্টা হামলায় এদিন সশস্ত্র এই গোষ্ঠীটির ৬ যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত।
ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
২১ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
৩০ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
৪০ মিনিট আগে