ইয়েমেন আকস্মিক বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে বজ্রপাতে মারা গেছেন অন্তত ১৩ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ৬ জন নারীর মৃত্যু হয়। এই সময় আহত হন আরও ১৩ জন।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ–এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে।
গত ৮ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের প্রয়োজনীয় অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। এর ফলে, ইয়েমেনিদের মৌলিক সেবাগুলো চরমভাবে হ্রাস পেয়েছে এবং চরম আবহাওয়ার সময় তাদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে।
ইয়েমেন আকস্মিক বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে বজ্রপাতে মারা গেছেন অন্তত ১৩ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ৬ জন নারীর মৃত্যু হয়। এই সময় আহত হন আরও ১৩ জন।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ–এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে।
গত ৮ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের প্রয়োজনীয় অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। এর ফলে, ইয়েমেনিদের মৌলিক সেবাগুলো চরমভাবে হ্রাস পেয়েছে এবং চরম আবহাওয়ার সময় তাদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
১১ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
১৯ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
৩০ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনো কিছু বিষয়ে সমঝোতা বাকি আছে। তবে বৈঠককে তিনি ফলপ্রসূ বলছেন।
৪৩ মিনিট আগে