Ajker Patrika

বোমায় ইরানের পরমাণু স্থাপনার কতটা ক্ষতি

এএফপি, জেরুজালেম
স্যাটেলাইট থেকে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। ছবি: সংগৃহীত
স্যাটেলাইট থেকে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। ছবি: সংগৃহীত

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে গত শনিবার দিবাগত রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খুব সফলভাবে অভিযানটি পরিচালিত হয়েছে। তবে ইরানের দাবি, মার্কিন বোমায় পারমাণবিক কেন্দ্রগুলোর খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও (আইএইএ) বলছে, মার্কিন হামলার পর পারমাণবিক কেন্দ্রগুলো থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আভাস পাওয়া যায়নি।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেররানি গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নাতাঞ্জ, ইস্পাহান ও ফোরদোর জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারবেন।’ আর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের রাজনীতিবিষয়ক উপপরিচালক হাসান আবেদিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইরান আগেভাগেই তিনটি পারমাণবিক কেন্দ্র থেকে সরঞ্জাম সরিয়ে ফেলেছে। ফলে ইরানের বড় কোনো ক্ষতি হয়নি।

ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রটি মাটির ৯০ মিটার (প্রায় ৩০০ ফুট) গভীরে। ফ্রান্সের প্যারিসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফ্রান্নিয়াস দেস রিলেশনস ইন্টারন্যাশনালেসের পরমাণু বিশেষজ্ঞ হেলয়েস ফায়েত বলেন, কৃত্রিম উপগ্রহের তোলা ছবি বিশ্লেষণ বলছে, ফোরদো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও সেখানে সবকিছু স্বাভাবিকই লাগছে। এর অর্থ হলো, ইরান সম্ভবত তার ইউরেনিয়ামের মজুত আগেই সরিয়ে ফেলেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) লক্ষ্যই করেনি।

হেলয়েস ফায়েত বলেন, ‘আইএইএর পরিদর্শনের সুবাদে আমরা আগে কিছু হলেও (ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে) তথ্য জানতাম, যদিও তা যথাযথ ছিল না। কিন্তু এখন সেই পরিদর্শনটাও সম্ভব নয়। ইরানের কারিগরি সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। কারণ, হাজারো মানুষ ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত।

লন্ডনের কিংস কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আন্দ্রেয়া ক্রেইগ বলেন, ট্রাম্প দাবি করছেন ফোরদো শেষ, কিন্তু ইরানিরা দাবি করছেন, কেন্দ্রটির পৃষ্ঠে শুধু কিছু ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করেছে, যার ফলাফল কী হবে, তা কেউ বলতে পারবে না।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেন, ফোরদো ধ্বংস হলেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়ে যাবে, তা ভাবা ঠিক হবে না। তেহরান গত কয়েক বছরে শত শত অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি করেছে, যা গোপন জায়গায় লুকানো।

বিবিসি জানায়, সৌদি আরব ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর আশপাশে তেজস্ক্রিয়তার কোনো হেরফের লক্ষ্য করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত