ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামাসের হাতে জিম্মি একদল ইসরায়েলির পরিবার এই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।
প্রায় ১০০ পরিবার ও তাদের প্রতিনিধিরা আইনজীবী দ্য হেগে উপস্থিত হয়ে আইসিসিতে মামলা দায়ের করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধসংক্রান্তে জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী বডি হওয়ায় গাজার ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে এই আইসিসিতেই যেতে হবে। ইসরায়েলি পরিবারগুলোর দাবি, হামাস যে অপরাধ করেছে, যে নৃশংসতা দেখিয়েছে, তা বিনা বিচারে পার হতে দেওয়া যাবে না।
তবে ইসরায়েল আইসিসি গঠনে স্বাক্ষরিত রোম চুক্তিতে অংশ না নেওয়ায় দেশটি এই আদালতের কোনো অংশ নয়। এই আদালত ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রায় দিলেও তা ইসরায়েলের জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের আইনি পরামর্শক দলের প্রধান ড. শেলি আবিব ইয়েইনি। তিনি বলেছেন, আইসিসিতে এই আবেদন কেবল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারই গুরুত্বপূর্ণ উদ্যোগ নয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়েও এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।
ড. শেলি বলেন, ‘গণহত্যা, জিম্মি, গুম, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধগুলো শাস্তির বাইরে যেতে পারে না এবং উচিতও নয়। অপরাধীদের অবশ্যই তাদের নৃশংসতার জন্য দায়ী করা উচিত। আমরা জিম্মি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতার ওপর আস্থা রাখছি।’ এই আইনজীবী আরও বলেন, ‘এটি জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগের প্রক্রিয়ার অংশ এবং এসব জঘন্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলোকে উৎসাহিত করবে।’
আইসিসির প্রধান কৌঁসুলি করিম কান এরই মধ্যে বলেছেন, তিনি হামাস যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছেন। তবে ইসরায়েলি পরিবারগুলোর আশা, জিম্মিদের পরিবারের জমা দেওয়া অভিযোগ তাঁকে তদন্তকে এগিয়ে নিতে এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলার সূত্র ধরে বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশও দিয়েছে আইসিজে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামাসের হাতে জিম্মি একদল ইসরায়েলির পরিবার এই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।
প্রায় ১০০ পরিবার ও তাদের প্রতিনিধিরা আইনজীবী দ্য হেগে উপস্থিত হয়ে আইসিসিতে মামলা দায়ের করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধসংক্রান্তে জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী বডি হওয়ায় গাজার ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে এই আইসিসিতেই যেতে হবে। ইসরায়েলি পরিবারগুলোর দাবি, হামাস যে অপরাধ করেছে, যে নৃশংসতা দেখিয়েছে, তা বিনা বিচারে পার হতে দেওয়া যাবে না।
তবে ইসরায়েল আইসিসি গঠনে স্বাক্ষরিত রোম চুক্তিতে অংশ না নেওয়ায় দেশটি এই আদালতের কোনো অংশ নয়। এই আদালত ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রায় দিলেও তা ইসরায়েলের জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের আইনি পরামর্শক দলের প্রধান ড. শেলি আবিব ইয়েইনি। তিনি বলেছেন, আইসিসিতে এই আবেদন কেবল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারই গুরুত্বপূর্ণ উদ্যোগ নয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়েও এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।
ড. শেলি বলেন, ‘গণহত্যা, জিম্মি, গুম, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধগুলো শাস্তির বাইরে যেতে পারে না এবং উচিতও নয়। অপরাধীদের অবশ্যই তাদের নৃশংসতার জন্য দায়ী করা উচিত। আমরা জিম্মি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতার ওপর আস্থা রাখছি।’ এই আইনজীবী আরও বলেন, ‘এটি জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগের প্রক্রিয়ার অংশ এবং এসব জঘন্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলোকে উৎসাহিত করবে।’
আইসিসির প্রধান কৌঁসুলি করিম কান এরই মধ্যে বলেছেন, তিনি হামাস যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছেন। তবে ইসরায়েলি পরিবারগুলোর আশা, জিম্মিদের পরিবারের জমা দেওয়া অভিযোগ তাঁকে তদন্তকে এগিয়ে নিতে এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলার সূত্র ধরে বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশও দিয়েছে আইসিজে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে