মরক্কোর অ্যাটলাস পার্বত্য অঞ্চলের ছোট্ট একটি গ্রামে স্ত্রী, দুই সন্তান ও মা-বাবাকে নিয়ে বসবাস করেন মেষ পালক তায়েব আইত ইগেনবাজ। গত শুক্রবার রাতে দেশটিতে প্রলয়ংকরী ভূমিকম্পের সময় তাঁকে মর্মান্তিক এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে মা-বাবা অন্যদিকে ১১ বছর বয়সী সন্তান। ভূমিকম্পের সময়টিতে এদের মধ্যে কাকে বাঁচাতে ছুটে যাবেন—সেই সিদ্ধান্ত নিতে হয়েছে তায়েবকে।
মরক্কোর ইতিহাসে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ওই ভূমিকম্পে পাথর দিয়ে নির্মিত তায়েবের বাড়িটি মাটির সঙ্গে মিশে গেছে।
বিবিসির প্রতিবেদককে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তায়েব বলেন, ‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেছে। যখন ভূমিকম্প শুরু হয়, আমরা দরজার দিকে ছুটে যাই। আমার বাবা ঘুমাচ্ছিলেন এবং মাকে চিৎকার করে বাইরে বেরিয়ে আসতে বলি। কিন্তু আমার বাবাকে ফেলে তিনি বাইরে আসেননি।’
তায়েব জানান, ঘটনার মুহূর্তটিতে তিনি দেখতে পান—স্ত্রী আর কন্যা বেরিয়ে আসতে পারলেও তাঁর ১১ বছর বয়সী ছেলে তখনো বাড়ির ভেতরে। এ অবস্থায় তিনি আবারও বাড়ির ভেতরের দিকে ছুটে যান এবং দেখতে পান তাঁর একদিকে তাঁর মা-বাবা অন্যদিকে তাঁর ছেলে আদম ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল আদম। ঠিক এই মুহূর্তটিতে জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিতে হয়েছে তায়েবকে। ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে যান তিনি। পাগলের মতো পাথর আর কংক্রিট সরিয়ে আদমকে বের করে আনেন।
ছেলেকে উদ্ধারের পরই মা-বাবার দিকে ছুটে যান তায়েব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বড় একটি স্লাবের নিচে চাপা পড়েছিলেন তায়েবের মা-বাবা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তায়েব। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, ‘মা, বাবা ও ছেলের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছে আমাকে। আমি আমার মা-বাবাকে কোনো সাহায্য করতে পরিনি। কারণ, তাঁদের শরীরের অর্ধেক অংশ একটি দেয়ালের নিচে চাপা পড়েছিল। এটা খুব দুঃখজনক। আমি দেখছিলাম, আমার মা-বাবা মরে যাচ্ছে।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, মরক্কোর ভূমিকম্পে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মরক্কোর অ্যাটলাস পার্বত্য অঞ্চলের ছোট্ট একটি গ্রামে স্ত্রী, দুই সন্তান ও মা-বাবাকে নিয়ে বসবাস করেন মেষ পালক তায়েব আইত ইগেনবাজ। গত শুক্রবার রাতে দেশটিতে প্রলয়ংকরী ভূমিকম্পের সময় তাঁকে মর্মান্তিক এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে মা-বাবা অন্যদিকে ১১ বছর বয়সী সন্তান। ভূমিকম্পের সময়টিতে এদের মধ্যে কাকে বাঁচাতে ছুটে যাবেন—সেই সিদ্ধান্ত নিতে হয়েছে তায়েবকে।
মরক্কোর ইতিহাসে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ওই ভূমিকম্পে পাথর দিয়ে নির্মিত তায়েবের বাড়িটি মাটির সঙ্গে মিশে গেছে।
বিবিসির প্রতিবেদককে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তায়েব বলেন, ‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেছে। যখন ভূমিকম্প শুরু হয়, আমরা দরজার দিকে ছুটে যাই। আমার বাবা ঘুমাচ্ছিলেন এবং মাকে চিৎকার করে বাইরে বেরিয়ে আসতে বলি। কিন্তু আমার বাবাকে ফেলে তিনি বাইরে আসেননি।’
তায়েব জানান, ঘটনার মুহূর্তটিতে তিনি দেখতে পান—স্ত্রী আর কন্যা বেরিয়ে আসতে পারলেও তাঁর ১১ বছর বয়সী ছেলে তখনো বাড়ির ভেতরে। এ অবস্থায় তিনি আবারও বাড়ির ভেতরের দিকে ছুটে যান এবং দেখতে পান তাঁর একদিকে তাঁর মা-বাবা অন্যদিকে তাঁর ছেলে আদম ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল আদম। ঠিক এই মুহূর্তটিতে জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিতে হয়েছে তায়েবকে। ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে যান তিনি। পাগলের মতো পাথর আর কংক্রিট সরিয়ে আদমকে বের করে আনেন।
ছেলেকে উদ্ধারের পরই মা-বাবার দিকে ছুটে যান তায়েব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বড় একটি স্লাবের নিচে চাপা পড়েছিলেন তায়েবের মা-বাবা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তায়েব। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, ‘মা, বাবা ও ছেলের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছে আমাকে। আমি আমার মা-বাবাকে কোনো সাহায্য করতে পরিনি। কারণ, তাঁদের শরীরের অর্ধেক অংশ একটি দেয়ালের নিচে চাপা পড়েছিল। এটা খুব দুঃখজনক। আমি দেখছিলাম, আমার মা-বাবা মরে যাচ্ছে।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, মরক্কোর ভূমিকম্পে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪১ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে