ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী রাফাহ ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ব্রিগেডের অন্তত ২ হাজার ৩০৮ জন সেনা তাদের হাতে নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন এই দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে, তারা গাজায় হামাসের রাফাহ ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে তারা রাফাহ ব্রিগেডে ২ হাজার ৩০৮ জন যোদ্ধাকেও হত্যা করেছে। পাশাপাশি ১৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ টানেল ধ্বংস করা হয়েছে।
দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডরসহ পুরো রাফাহ এখন তাদের নিয়ন্ত্রণে। যেসব টানেল এখনো ধ্বংস হয়নি সেগুলো তাদের প্রকৌশলীরা তদন্ত করে দেখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব টানেল ধ্বংস করা হবে।
আইডিএফের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন বলেছেন, ‘রাফাহ ব্রিগেড পরাজিত হয়েছে। তাদের চারটি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে এবং আমরা পুরো শহর এলাকায় অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।’ ইতজিক কোহেনই রাফাহে ইসরায়েলি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ১৬২ ডিভিশনের এই কমান্ডার জানান, তাঁর ব্রিগেডে যুদ্ধ প্রকৌশলীরা রাফাহে ২০৩টি আলাদা কিন্তু পরস্পর সংযুক্ত টানেল খুঁজে পেয়েছে। তিনি জানান, এই টানেলগুলো রাফাহ শহর থেকে মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর পর্যন্ত বিস্তৃত। উল্লেখ্য, রাফাহের ফিলাডেলফি করিডর থেকে মিসর সীমান্ত ৩০০ মিটার দূরে।
ইতজিক কোহেন বলেন, ‘টানেলগুলোর বেশির ভাগই আমরা ধ্বংস করেছি। আমরা তাদের তদন্ত করার জন্য অন্যান্য টানেলে কাজ করছি। আমাদের তদন্ত শেষ হয়ে গেলে এসব টানেল ধ্বংস করা হবে।’ তিনি জানান, এই ২০৩ টানেলের মধ্যে ৯টি মিসরে প্রবেশ করেছে বলে তাঁরা নিশ্চিত প্রমাণ পেয়েছেন। তবে এই টানেলগুলো আগে থেকেই বন্ধ ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী রাফাহ ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ব্রিগেডের অন্তত ২ হাজার ৩০৮ জন সেনা তাদের হাতে নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন এই দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে, তারা গাজায় হামাসের রাফাহ ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে তারা রাফাহ ব্রিগেডে ২ হাজার ৩০৮ জন যোদ্ধাকেও হত্যা করেছে। পাশাপাশি ১৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ টানেল ধ্বংস করা হয়েছে।
দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডরসহ পুরো রাফাহ এখন তাদের নিয়ন্ত্রণে। যেসব টানেল এখনো ধ্বংস হয়নি সেগুলো তাদের প্রকৌশলীরা তদন্ত করে দেখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব টানেল ধ্বংস করা হবে।
আইডিএফের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন বলেছেন, ‘রাফাহ ব্রিগেড পরাজিত হয়েছে। তাদের চারটি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে এবং আমরা পুরো শহর এলাকায় অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।’ ইতজিক কোহেনই রাফাহে ইসরায়েলি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ১৬২ ডিভিশনের এই কমান্ডার জানান, তাঁর ব্রিগেডে যুদ্ধ প্রকৌশলীরা রাফাহে ২০৩টি আলাদা কিন্তু পরস্পর সংযুক্ত টানেল খুঁজে পেয়েছে। তিনি জানান, এই টানেলগুলো রাফাহ শহর থেকে মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর পর্যন্ত বিস্তৃত। উল্লেখ্য, রাফাহের ফিলাডেলফি করিডর থেকে মিসর সীমান্ত ৩০০ মিটার দূরে।
ইতজিক কোহেন বলেন, ‘টানেলগুলোর বেশির ভাগই আমরা ধ্বংস করেছি। আমরা তাদের তদন্ত করার জন্য অন্যান্য টানেলে কাজ করছি। আমাদের তদন্ত শেষ হয়ে গেলে এসব টানেল ধ্বংস করা হবে।’ তিনি জানান, এই ২০৩ টানেলের মধ্যে ৯টি মিসরে প্রবেশ করেছে বলে তাঁরা নিশ্চিত প্রমাণ পেয়েছেন। তবে এই টানেলগুলো আগে থেকেই বন্ধ ছিল।
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
২৫ মিনিট আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
২৯ মিনিট আগেপাকিস্তান থেকে এবার সব ধরনের আমদানি বন্ধ করল ভারত। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
৩ ঘণ্টা আগেজার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সিদ্ধান্তের ফলে দলটির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পথ প্রশস্ত হলো। ফলে এমন পদক্ষেপকে দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে