Ajker Patrika

ওমরাহ হজ করতে পারবে বিদেশি মুসল্লিরা

ওমরাহ হজ করতে পারবে বিদেশি মুসল্লিরা

মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর এবার বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। আজ রোববার থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়াদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে দেশটি। 

আজ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসপিএ দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়, করোনার স্বাস্থ্যবিধি মেনে প্রতি মাসে ওমরাহ হজ করতে পারেন ৬০ হাজার। কিন্তু এবার থেকে যেন ২০ লাখ ওমরাহ হজে অংশ নিতে পারেন সে ব্যবস্থাও নিয়েছে দেশটি। 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ওমরাহ পালন করতে সৌদি আরব আসতে চান তাঁদের আবেদন শুরু হতে যাচ্ছে। তবে তাঁদের কিছু নিয়ম মেনে চলতে হবে। আবেদনের সঙ্গে থাকতে হবে সৌদি আরব অনুমোদিত করোনার টিকা গ্রহণের সনদ। সৌদি আরবের অভ্যন্তরীণ আবেদনকারীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানান তিনি। 

যেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সেসব দেশ থেকে ওমরাহ পালন করতে গেলে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। বছরের যে কোনো সময় ওমরাহ পালনের জন্য মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা এবং মদিনায় যেতে পারেন মুসল্লিরা। কিন্তু করোনার কারণে বিদেশিরা গত দেড় বছর সেখানে যেতে পারেননি। দেওয়া হয়নি ভিসা। গত অক্টোবরে সৌদির মুসল্লিদের জন্য ওমরাহ পুনরায় চালু করে দেশটির সরকার। এবার বিদেশিদের জন্য চালু করা হলো।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত