দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এই সুযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া, মাটির সঙ্গে মিশে যাওয়া নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে, এখনো তাদের মনে ভয়। মনে করছেন, মৃত্যু এখনো তাদের তাড়া করছে। বিধ্বস্ত অঞ্চলটি যেন, মৃত্যুর গন্ধে ভারী হয়ে আছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার থেকেই খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল। খবর পেয়ে সেদিনই রাফাহ থেকে নিজ বসতভিটায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা।
রোববার খান ইউনিসে ফিরেছেন চার সন্তানের জননী মাহা দায়ের। তিনি বলেন, ‘চারদিকে যেন মৃত্যুর গন্ধ ঝুলে আছে। আমাদের শহর আর শহর নেই, স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আক্ষরিক অর্থেই আর কোনো কিছু অবশিষ্ট নেই।’ ৩৮ বছরের এই নারী আক্ষেপ করে বলেন, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় আমি অঝোরে কেঁদেছি।’
ইসরায়েলি হামলায় মাহা দায়েরের বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তিনি বলেন, ‘সবগুলো রাস্তাই বুলডোজার দিয়ে চষে ফেলা হয়েছে। এবং চারদিকের যে গন্ধ...আমি দেখেছি লোকজন বিভিন্ন জায়গায় খুঁড়ে খুঁড়ে মানুষের মরদেহ বের করে আনছে।’
খান ইউনিস ও এর আশপাশের এলাকায় প্রায় ৪ লাখ ফিলিস্তিনি বসবাস করতেন। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে একে একে সবাই অঞ্চলটি ছেড়ে রাফাহের দিকে চলে যায়। শূন্য খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলা ও স্থল অভিযানে পুরো এলাকার আবাসন ব্যবস্থা স্রেফ ধুলোয় পরিণত হয়েছে।
এদিকে, দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফাহে অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, আইডিএফ রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ভাবছে। তবে কবে নাগাদ এই অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এক বিবৃতিতে গ্যালান্ত বলেছেন, ‘আমাদের বাহিনী পরবর্তী মিশনের জন্য প্রত্যাহার করা হয়েছে এবং তারা পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।’ এ সময় ইসরায়েলি সেনাদের অভিযান দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আল-শিফা হাসপাতালের অভিযানে তাদের দক্ষতার উদাহরণ দেখেছি যা রাফাহে তাদের আসন্ন মিশনের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। এই সুযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া, মাটির সঙ্গে মিশে যাওয়া নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে, এখনো তাদের মনে ভয়। মনে করছেন, মৃত্যু এখনো তাদের তাড়া করছে। বিধ্বস্ত অঞ্চলটি যেন, মৃত্যুর গন্ধে ভারী হয়ে আছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার থেকেই খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল। খবর পেয়ে সেদিনই রাফাহ থেকে নিজ বসতভিটায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা।
রোববার খান ইউনিসে ফিরেছেন চার সন্তানের জননী মাহা দায়ের। তিনি বলেন, ‘চারদিকে যেন মৃত্যুর গন্ধ ঝুলে আছে। আমাদের শহর আর শহর নেই, স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আক্ষরিক অর্থেই আর কোনো কিছু অবশিষ্ট নেই।’ ৩৮ বছরের এই নারী আক্ষেপ করে বলেন, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় আমি অঝোরে কেঁদেছি।’
ইসরায়েলি হামলায় মাহা দায়েরের বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তিনি বলেন, ‘সবগুলো রাস্তাই বুলডোজার দিয়ে চষে ফেলা হয়েছে। এবং চারদিকের যে গন্ধ...আমি দেখেছি লোকজন বিভিন্ন জায়গায় খুঁড়ে খুঁড়ে মানুষের মরদেহ বের করে আনছে।’
খান ইউনিস ও এর আশপাশের এলাকায় প্রায় ৪ লাখ ফিলিস্তিনি বসবাস করতেন। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে একে একে সবাই অঞ্চলটি ছেড়ে রাফাহের দিকে চলে যায়। শূন্য খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলা ও স্থল অভিযানে পুরো এলাকার আবাসন ব্যবস্থা স্রেফ ধুলোয় পরিণত হয়েছে।
এদিকে, দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফাহে অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, আইডিএফ রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ভাবছে। তবে কবে নাগাদ এই অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এক বিবৃতিতে গ্যালান্ত বলেছেন, ‘আমাদের বাহিনী পরবর্তী মিশনের জন্য প্রত্যাহার করা হয়েছে এবং তারা পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।’ এ সময় ইসরায়েলি সেনাদের অভিযান দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আল-শিফা হাসপাতালের অভিযানে তাদের দক্ষতার উদাহরণ দেখেছি যা রাফাহে তাদের আসন্ন মিশনের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
ইউক্রেনের কাছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩ হাজার ৩৫০টি ইআরএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে এসব অস্ত্র।
১ ঘণ্টা আগেমিয়ানমারের পশ্চিম সীমান্তে রাখাইন রাজ্য এখন এক নাটকীয় মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। আরাকান আর্মি (এএ) বর্তমানে এ রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ নিয়েছে এবং পুরো রাজ্য মুক্ত করার ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের রাজনীতিতে বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী। বর্তমানে তিনি বিহারজুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচি নিয়ে জনতার মধ্যে ঘুরছেন। কিন্তু আজ রোববার পূর্ণিয়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা তাঁর নিরাপত্তা ঘিরে গভীর প্রশ্ন তুলেছে।
৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মা ও ছেলে নিক্কিকে মারধর করছেন। অন্য একটি ক্লিপে দেখা যায়, জ্বলন্ত অবস্থায় নিক্কি সিঁড়ি দিয়ে নেমে আসছেন। বিপিনকে গ্রেপ্তার করা হলেও তাঁর মা দয়া, বাবা সত্যবীর ও ভাই রোহিত পলাতক।
৩ ঘণ্টা আগে