Ajker Patrika

ইরাকে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা

ইরাকে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় আরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরাকের কুর্দিশ বাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে গতকাল শনিবার এমনটি বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলার কেউ হতাহত হয়নি। দুটি ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলাটি এমন সময় চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ৯ / ১১ হামলার ২০ বছর স্মরণ করছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। পাশাপাশি আকাশে কালো ধোঁয়াও দেখতে পেয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী বিমানবন্দরের প্রবেশ পথ বন্ধ করে দেয়। 

সম্প্রতি মার্কিন সেনা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে। এই হামলাগুলোর দায় কেউই স্বীকার করে না। যদিও যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর জন্য  ইরানপন্থী সংগঠনগুলোকে দায়ী করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের মতো মার্কিন সেনা রয়েছে।

উল্লেখ্য, আরবিল ইরাকের কুর্দিস্তানের রাজধানী এবং একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলের নেতৃত্বে রয়েছে কুর্দিশ প্রেসিডেন্ট নেচরিভান বারযানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত