ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।
ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে