Ajker Patrika

ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুর আকুতি: আমাকে বাঁচাও, সারা জীবন চাকর হয়ে থাকব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩১
ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুর আকুতি: আমাকে বাঁচাও, সারা জীবন চাকর হয়ে থাকব

সিরিয়ার হারাম শহরের কাছে ছোট এক গ্রাম বেসনায়া-বেসিনেহ। ওই গ্রামের দুটি শিশু ভূমিকম্পের পর বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। প্রায় দুই দিন আটকে থাকার পর তাদের ধ্বংসস্তূপের মাঝে দেখতে পান উদ্ধারকারীরা। এ সময় ছোট সহোদরকে আঘাত থেকে রক্ষা করতে বড় বোন হাত দিয়ে আগলে রেখেছিল। শিশু দুটির করুণ এই ছবি ও উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বয়সে বড় শিশুটির নাম মারিয়াম এবং ছোট শিশুটির নাম ইলাফ। ভিডিওতে দেখা যায়, ছোট্ট ইলাফকে আগলে রেখেছিল মারিয়াম। আলতো করে সহোদরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হতে পারে তারা বিছানাতে ছিল, আর সেখানেই চাপা পড়ে।

বড় বোনকে ফিসফিস করে বলতে শোনা যায়, ‘আমাকে বাঁচাও, আমি তোমার জন্য সবকিছু করব। সারা জীবন চাকর হয়ে থাকব।’ এ সময় একজন উদ্ধারকারী উত্তরে বলছিলেন, ‘না, না, কী বলছ!’

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছেসিএনএনের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা ওই দুটি শিশুকে ৩৬ ঘণ্টার বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে। গত সোমবারের ভূমিকম্পের সময় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় আটকা পড়েছিল তারা।

যখন মারিয়াম ও ইলাফকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে কম্বলে মোড়ানো অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন স্থানীয়দের উল্লাস করতে দেখা যায়। পরে দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার বর্ণনা দিয়ে শিশু দুটির বাবা মুস্তাফা জুহির আল-সাঈদ জানান, তাঁর স্ত্রী এবং তিন সন্তান সোমবার ভয়াবহ ভূমিকম্পের সময় ঘুমাচ্ছিল। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম মাটি কাঁপছে, আর পলেস্তারা আমাদের মাথায় পড়তে শুরু করে। আমরা দুই দিন ধরে এই ধ্বংসস্তূপের নিচে আটকা ছিলাম। এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এই অনুভূতি যেন কারও জীবনে না আসে।’

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার মানুষআল-সাঈদ আরও বলেন, ‘চাপা পড়া অবস্থায় আমি এবং পরিবারের সদস্যরা উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করছিলাম, যেন কেউ আওয়াজ শুনতে পান। লোকজন আমাদের আওয়াজ শুনতে পান এবং আমাদের উদ্ধার করা হয়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমরা পরিবারের সবাই বেঁচে আছি এবং যাঁরা আমাদের উদ্ধার করেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
 
ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতে পেরেছে যারা, তীব্র ঠান্ডায় তাদের টিকে থাকা কঠিন। আর সেখানে এখনো যারা উদ্ধার হয়নি, তাদের জীবিত পাওয়ার আশা সময়ের সঙ্গে ক্ষীণ হয়ে আসছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে। তুরস্কে ৬ হাজার ৯৫৭ জন মারা যাওয়ার কথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। অন্যদিকে সিরিয়ায় ২ হাজার ৫০০ জন মারা গেছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হাজার হাজার মানুষ। উদ্ধারকারীরা আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত