অনলাইন ডেস্ক
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় পৌঁছাবে গ্রেটা থুনবার্গের জাহাজ ম্যাডলিন। জাহাজের যাত্রী ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি-ফিলিস্তিনি সদস্য রিমা হাসান সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
রিমা হাসান ওই পোস্টে লিখেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা গাজায় পৌঁছাব।’ এ সময় ম্যাডলিনের নিরাপদ পথচলা নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাহাজে থাকা আরেক মানবাধিকার কর্মী ইয়াসমিন আচার গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপিকে জানান, বর্তমানে তাঁরা মিসর উপকূলে আছেন এবং সবাই সুস্থ আছেন। জাহাজে থাকা জিপিএস ট্র্যাকারের তথ্য বলছে, গতকাল রাত ১টা ৩৯ মিনিটে মিসরের উপকূলীয় শহর রোসেতার উত্তরে অবস্থান করছিল।
গত ২ মার্চ থেকে টানা ১১ সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। ফলে, উপত্যকাটিতে চরম আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। পরে, আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে, সেই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণকেন্দ্র থেকে ত্রাণ সহায়তা সংগ্রহহ করতে গিয়ে এরইমধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে গাজায় অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির সিসিলি কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত এই জাহাজ—ম্যাডলিন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে— চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের খাদ্যপোযোগী দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।
‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন— সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।
এদিকে, জাহাজটি গাজা অভিমুখে যাত্রা শুরুর পরই সেটিকে উপত্যকাটিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। প্রয়োজনে জাহাজটিতে অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় পৌঁছাবে গ্রেটা থুনবার্গের জাহাজ ম্যাডলিন। জাহাজের যাত্রী ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি-ফিলিস্তিনি সদস্য রিমা হাসান সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
রিমা হাসান ওই পোস্টে লিখেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা গাজায় পৌঁছাব।’ এ সময় ম্যাডলিনের নিরাপদ পথচলা নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাহাজে থাকা আরেক মানবাধিকার কর্মী ইয়াসমিন আচার গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপিকে জানান, বর্তমানে তাঁরা মিসর উপকূলে আছেন এবং সবাই সুস্থ আছেন। জাহাজে থাকা জিপিএস ট্র্যাকারের তথ্য বলছে, গতকাল রাত ১টা ৩৯ মিনিটে মিসরের উপকূলীয় শহর রোসেতার উত্তরে অবস্থান করছিল।
গত ২ মার্চ থেকে টানা ১১ সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। ফলে, উপত্যকাটিতে চরম আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। পরে, আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে, সেই ত্রাণ বিতরণের দায়িত্বে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণকেন্দ্র থেকে ত্রাণ সহায়তা সংগ্রহহ করতে গিয়ে এরইমধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে গাজায় অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির সিসিলি কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত এই জাহাজ—ম্যাডলিন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে— চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের খাদ্যপোযোগী দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।
‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন— সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসমিন আচার, ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।
এদিকে, জাহাজটি গাজা অভিমুখে যাত্রা শুরুর পরই সেটিকে উপত্যকাটিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। প্রয়োজনে জাহাজটিতে অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগে