আপাতত কায়রো ত্যাগ করেছে হামাসের প্রতিনিধিদল। আগামী রোববার পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা হবে না। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা আবারও শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজার নিয়ন্ত্রক হামাস। গোষ্ঠীর এই বক্তব্যের মধ্য দিয়ে রোজা শুরুর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা স্পষ্টতই ফিকে হয়ে গেল।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় কর্মকর্তারা এর আগে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনা হামাসের দাবির কারণে অচলাবস্থায় পৌঁছেছে। তবে তাঁরা রমজানের আগে যুদ্ধবিরতির চুক্তির আশা একেবারে ত্যাগ করেননি। অনুমান করা হচ্ছে, আগামী রোববার থেকেই মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়ে যেতে পারে।
আলোচনা থমকে যাওয়ার কারণ হিসেবে হামাসের মুখপাত্র জিহাদ ত্বহা বলেছেন, ‘স্থায়ী যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের নিজ ঘরে প্রত্যাবর্তন ও ইসরায়েল যেসব এলাকায় আগ্রাসন চালিয়েছে সেখান থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে এবং নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে।’ তবে তিনি জানিয়েছেন, আলোচনা এখনো চলমান এবং আগামী সপ্তাহে আবার শুরু হবে।
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও মিসর বিগত কয়েক সপ্তাহ ধরেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের বিপরীতে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ও ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। মিসরীয় কর্মকর্তারা বলেছেন, হামাস প্রথম পর্যায়ে এ ধরনের চুক্তির মূল শর্তাবলিতে সম্মত হয়েছে। তবে তাঁরা প্রতিশ্রুতি চায়, এই আলোচনা একটি চূড়ান্ত ও আরও স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে।
হামাস জানিয়েছে, তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার ছাড়া সব জিম্মিকে মুক্তি দেবে না। অনুমান করা হচ্ছে, হামাসের কাছে এখনো অন্তত ১০০ ইসরায়েলি জিম্মি আছে। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করছে গোষ্ঠীটি।
ইসরায়েল এসব দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে যেকোনো যুদ্ধবিরতির পরে আবারও আক্রমণ শুরু করতে চায়। মিসরীয় কর্মকর্তারা বলছেন, ইসরায়েল আলোচনাকে আরও সীমিত চুক্তিতে সীমাবদ্ধ রাখতে চায়। তাঁরা বলেছেন, মধ্যস্থতাকারীরা এখনো উভয় পক্ষকে অবস্থান নরম করার জন্য চাপ দিচ্ছেন।
আপাতত কায়রো ত্যাগ করেছে হামাসের প্রতিনিধিদল। আগামী রোববার পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা হবে না। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা আবারও শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজার নিয়ন্ত্রক হামাস। গোষ্ঠীর এই বক্তব্যের মধ্য দিয়ে রোজা শুরুর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা স্পষ্টতই ফিকে হয়ে গেল।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় কর্মকর্তারা এর আগে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনা হামাসের দাবির কারণে অচলাবস্থায় পৌঁছেছে। তবে তাঁরা রমজানের আগে যুদ্ধবিরতির চুক্তির আশা একেবারে ত্যাগ করেননি। অনুমান করা হচ্ছে, আগামী রোববার থেকেই মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়ে যেতে পারে।
আলোচনা থমকে যাওয়ার কারণ হিসেবে হামাসের মুখপাত্র জিহাদ ত্বহা বলেছেন, ‘স্থায়ী যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের নিজ ঘরে প্রত্যাবর্তন ও ইসরায়েল যেসব এলাকায় আগ্রাসন চালিয়েছে সেখান থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে এবং নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে।’ তবে তিনি জানিয়েছেন, আলোচনা এখনো চলমান এবং আগামী সপ্তাহে আবার শুরু হবে।
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও মিসর বিগত কয়েক সপ্তাহ ধরেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের বিপরীতে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ও ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। মিসরীয় কর্মকর্তারা বলেছেন, হামাস প্রথম পর্যায়ে এ ধরনের চুক্তির মূল শর্তাবলিতে সম্মত হয়েছে। তবে তাঁরা প্রতিশ্রুতি চায়, এই আলোচনা একটি চূড়ান্ত ও আরও স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে।
হামাস জানিয়েছে, তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার ছাড়া সব জিম্মিকে মুক্তি দেবে না। অনুমান করা হচ্ছে, হামাসের কাছে এখনো অন্তত ১০০ ইসরায়েলি জিম্মি আছে। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করছে গোষ্ঠীটি।
ইসরায়েল এসব দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে যেকোনো যুদ্ধবিরতির পরে আবারও আক্রমণ শুরু করতে চায়। মিসরীয় কর্মকর্তারা বলছেন, ইসরায়েল আলোচনাকে আরও সীমিত চুক্তিতে সীমাবদ্ধ রাখতে চায়। তাঁরা বলেছেন, মধ্যস্থতাকারীরা এখনো উভয় পক্ষকে অবস্থান নরম করার জন্য চাপ দিচ্ছেন।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে