Ajker Patrika

সৌদি রিয়ালের নতুন প্রতীক অনুমোদন করেছেন বাদশাহ সালমান

প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। ছবি: এক্সে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট
প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। ছবি: এক্সে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট

সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দেন তিনি। এই উদ্যোগকে দেশের আর্থিক যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। এই প্রতীক রাজ্যের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে ব্যবহার করা হবে।

সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আয়মান আল-সায়ারি প্রতীকের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এটি সৌদি আরবের আর্থিক পরিচয়কে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত করবে।

আল-সায়ারি আরও বলেন, এই উদ্যোগ সৌদি রিয়ালের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় গৌরব ও সাংস্কৃতিক ঐক্যকে শক্তিশালী করবে। নতুন প্রতীকটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করে।

সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর প্রকল্পে জড়িত সব পক্ষের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি ও কোয়ালিটি অর্গানাইজেশন।

তিনি বলেন, রিয়ালের জন্য একটি প্রতীক চালু করা সৌদি আরবের আর্থিক ও অর্থনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করে। পাশাপাশি সৌদি রিয়ালকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় একটি বিশ্বস্ত ও স্বীকৃত মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রমে রিয়ালের উপস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।

সৌদি সেন্ট্রাল ব্যাংক এসএএমএ জানিয়েছে, প্রতীকটি শিগগিরই চালু করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি ধীরে ধীরে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত