সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দেন তিনি। এই উদ্যোগকে দেশের আর্থিক যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। এই প্রতীক রাজ্যের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে ব্যবহার করা হবে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আয়মান আল-সায়ারি প্রতীকের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এটি সৌদি আরবের আর্থিক পরিচয়কে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত করবে।
আল-সায়ারি আরও বলেন, এই উদ্যোগ সৌদি রিয়ালের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় গৌরব ও সাংস্কৃতিক ঐক্যকে শক্তিশালী করবে। নতুন প্রতীকটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর প্রকল্পে জড়িত সব পক্ষের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি ও কোয়ালিটি অর্গানাইজেশন।
তিনি বলেন, রিয়ালের জন্য একটি প্রতীক চালু করা সৌদি আরবের আর্থিক ও অর্থনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করে। পাশাপাশি সৌদি রিয়ালকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় একটি বিশ্বস্ত ও স্বীকৃত মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রমে রিয়ালের উপস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।
সৌদি সেন্ট্রাল ব্যাংক এসএএমএ জানিয়েছে, প্রতীকটি শিগগিরই চালু করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি ধীরে ধীরে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।
সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দেন তিনি। এই উদ্যোগকে দেশের আর্থিক যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রতীকটি আরবি ক্যালিগ্রাফিতে জাতীয় মুদ্রার নাম ‘রিয়াল’-এর সমন্বয়ে গঠিত। এই প্রতীক রাজ্যের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে ব্যবহার করা হবে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আয়মান আল-সায়ারি প্রতীকের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এটি সৌদি আরবের আর্থিক পরিচয়কে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত করবে।
আল-সায়ারি আরও বলেন, এই উদ্যোগ সৌদি রিয়ালের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় গৌরব ও সাংস্কৃতিক ঐক্যকে শক্তিশালী করবে। নতুন প্রতীকটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করে।
সৌদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর প্রকল্পে জড়িত সব পক্ষের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি ও কোয়ালিটি অর্গানাইজেশন।
তিনি বলেন, রিয়ালের জন্য একটি প্রতীক চালু করা সৌদি আরবের আর্থিক ও অর্থনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করে। পাশাপাশি সৌদি রিয়ালকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় একটি বিশ্বস্ত ও স্বীকৃত মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রমে রিয়ালের উপস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।
সৌদি সেন্ট্রাল ব্যাংক এসএএমএ জানিয়েছে, প্রতীকটি শিগগিরই চালু করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি ধীরে ধীরে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৮ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৮ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১০ ঘণ্টা আগে