Ajker Patrika

পুলিশের সঙ্গে সংঘর্ষ, তেহরানে ক্যাম্পাসে আটকা বহু শিক্ষার্থী

পুলিশের সঙ্গে সংঘর্ষ, তেহরানে ক্যাম্পাসে আটকা বহু শিক্ষার্থী

ইরানের রাজধানী তেহরানের একটি নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই সংঘর্ষের পর ক্যাম্পাসের গাড়ির পার্কিংয়ে আটকা পড়েছেন অনেক শিক্ষার্থী। 

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয় রোববার (২ অক্টোবর) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে পুলিশ গুলি চালাচ্ছে এবং দৌড়ে পালাচ্ছে শিক্ষার্থীরা। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে বসে যারা সংঘর্ষের ভিডিও করছিল তাদের গুলি করতে মোটরবাইকে করে আসছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

ইরান ইন্টারন্যাশনাল সাইটসের খবরে বলা হয়, ছাত্রাবাসগুলোতে পুলিশ হামলা চালিয়েছে এবং গুলি করেছে। অন্য এক খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। 

প্রতিবেদনে আরও বলা হয়, রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সংঘর্ষের খবর শুনে ক্যাম্পাসের প্রধান ফটকে সমবেত হতে থাকেন বিক্ষোভকারীরা। তবে বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। 

এদিকে গত দুই রাতে তেহরানসহ অন্যান্য শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলছে, দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে। 
 
সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। 

বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা যদি এখনই রুখে না দাঁড়ান তাহলে একদিন তাদেরও মাহসার মতো একই ভাগ্য বরণ করতে হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত