Ajker Patrika

ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৪৯
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব 

সৌদি আরব ঘোষণা দিয়েছে, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না। স্থানীয় সময় আজ বুধবার সকালে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকারের যে দাবি উত্থাপন করেছে, তা নিশ্চিত করার বিষয়ে রিয়াদের অবস্থান অটল। বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব প্রশাসনকে তার দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছে। সৌদি আরব বলেছে, যতক্ষণ পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুসারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না।’ 

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি মূলত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবির মন্তব্যের প্রতিক্রিয়া। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জন কারবির নাম উল্লেখ করা হয়নি কিংবা তাঁর বক্তব্যের বিষয়বস্তুও উল্লেখ করা হয়নি। 

এর আগে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল—জন কারবি বলেছেন, সৌদি আরব ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে বাইডেন রিয়াদের তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।

এ ছাড়া, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছে এবং অবিলম্বে অঞ্চলটি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ ছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন সংকটসহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত