দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।
দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১০ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১২ ঘণ্টা আগে