গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’
কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।
গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১১ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। একই সঙ্গে, সহায়তা না পাওয়ায় গাজার ১০ লাখের বেশি মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজার এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি মানুষ গত আগস্টে কোনো রেশন পাননি। অর্থাৎ, এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহযোগিতা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়করই রয়ে গেছে।’
কেবল খাদ্যসহায়তা থেকেই গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করছে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরও ৯৪ হাজার ৪৫৪ জন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে