গত অক্টোবরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় বেকারত্ব প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। আজ শুক্রবার জাতিসংঘের শ্রম সংস্থার বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরও বলা হয়, ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গড় বেকারত্বের হার ৫০ শতাংশেরও বেশি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্মসংস্থানের ওপর যুদ্ধের প্রভাবের চতুর্থ মূল্যায়নে বলেছে যে, গাজা উপত্যকায় বেকারত্ব ৭৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। আর পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২ শতাংশ। দেশটিতে সামগ্রিক বেকারত্বের হার ৫০ দশমিক ৮ শতাংশ বলেও জানায় আইএলও।
আরব রাষ্ট্রগুলোর জন্য আইএলও-এর আঞ্চলিক পরিচালক রুবা জারাদাত বলেন, ‘যে ফিলিস্তিনিরা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন তাঁদের রাখা হয়নি এই পরিসংখ্যানে। পরিস্থিতি অনেক খারাপ।’
গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৫০০ জনেরও বেশি নিহত এবং অন্তত ৮৩ হাজার ৩০৯ মানুষ আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের আগেও গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে বাস করত।
রুবা জারাদাত বলেন, ‘এই উচ্চ বেকারত্বের হার দিয়ে কল্পনা করুন, মানুষ নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে সক্ষম হবে না। এটি তাদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে। তাদের হাতে অর্থ থাকলেও সেখানের বিপর্যয়কর পরিস্থিতিতে চিকিৎসা পাওয়ার জন্য নেই কোনো হাসপাতাল।’
আইএলওর প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে জিডিপি কমেছে প্রায় ৩৩ শতাংশ। এর মধ্যে গাজা উপত্যকায় ৮৩ দশমিক ৫ এবং পশ্চিম তীরে ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।
রুবা জারাদাত বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, বিশেষ করে পশ্চিম তীরে, আয় হ্রাস অনেক পরিবারকে গুরুতর দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।
গত অক্টোবরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় বেকারত্ব প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। আজ শুক্রবার জাতিসংঘের শ্রম সংস্থার বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরও বলা হয়, ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গড় বেকারত্বের হার ৫০ শতাংশেরও বেশি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্মসংস্থানের ওপর যুদ্ধের প্রভাবের চতুর্থ মূল্যায়নে বলেছে যে, গাজা উপত্যকায় বেকারত্ব ৭৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। আর পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২ শতাংশ। দেশটিতে সামগ্রিক বেকারত্বের হার ৫০ দশমিক ৮ শতাংশ বলেও জানায় আইএলও।
আরব রাষ্ট্রগুলোর জন্য আইএলও-এর আঞ্চলিক পরিচালক রুবা জারাদাত বলেন, ‘যে ফিলিস্তিনিরা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন তাঁদের রাখা হয়নি এই পরিসংখ্যানে। পরিস্থিতি অনেক খারাপ।’
গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৫০০ জনেরও বেশি নিহত এবং অন্তত ৮৩ হাজার ৩০৯ মানুষ আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের আগেও গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে বাস করত।
রুবা জারাদাত বলেন, ‘এই উচ্চ বেকারত্বের হার দিয়ে কল্পনা করুন, মানুষ নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে সক্ষম হবে না। এটি তাদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে। তাদের হাতে অর্থ থাকলেও সেখানের বিপর্যয়কর পরিস্থিতিতে চিকিৎসা পাওয়ার জন্য নেই কোনো হাসপাতাল।’
আইএলওর প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে জিডিপি কমেছে প্রায় ৩৩ শতাংশ। এর মধ্যে গাজা উপত্যকায় ৮৩ দশমিক ৫ এবং পশ্চিম তীরে ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।
রুবা জারাদাত বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, বিশেষ করে পশ্চিম তীরে, আয় হ্রাস অনেক পরিবারকে গুরুতর দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৯ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩০ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে