Ajker Patrika

ইসরায়েলি হামলায় ইরানের ৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, আইনি পদক্ষেপ নেবে রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঠিক কোন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা ইরনা আজ শুক্রবার জানিয়েছে, রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কোলিভান্দ বলেছেন, কাচের জানালা ভেঙে গেছে এবং বিস্ফোরণের ধোঁয়ার কারণে রোগীদের শ্বাসকষ্ট হচ্ছিল।

তিনি বলেন, হাসপাতালগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি, তবে রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক প্রসিকিউটরদের কাছে ঘটনাগুলো উত্থাপন করবে। কারণ সংঘাতের সময় হাসপাতালে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

কোলিভান্দ ইরনাকে বলেছেন, ‘আমরা ইসরায়েলি শাসনের হামলা, যা আন্তর্জাতিক নীতির পরিপন্থী, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নথি হিসেবে পাঠিয়েছি।’

ইসরায়েলও বলেছে, গতকাল বৃহস্পতিবার ইরানি হামলায় তাদের একটি প্রধান হাসপাতাল, সোরোকা মেডিকেল সেন্টার, ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলেছেন, পাশেই একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল। ওই স্থাপনাই ছিল ইরানের লক্ষ্যবস্তু। তবে শক ওয়েভের কারণে পাশের হাসপাতালের কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। ইসরায়েলও স্বীকার করেছে, হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত