গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা।
রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৮ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৯ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১০ ঘণ্টা আগে