Ajker Patrika

আল-শিফায় চার দিনের অভিযানে ১৪০ হামাস সদস্য নিহত, ইসরায়েলের দাবি

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭: ৩৮
আল-শিফায় চার দিনের অভিযানে ১৪০ হামাস সদস্য নিহত, ইসরায়েলের দাবি

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা। 

রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত