Ajker Patrika

ইসরায়েলি সংযোগ থাকা জাহাজ ছিনতাই করল হুতিরা

ইসরায়েলি সংযোগ থাকা জাহাজ ছিনতাই করল হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। 

এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা জাহাজ ছিনতাইয়ের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে ইতিপূর্বে এই গোষ্ঠী ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল।

জাহাজটির ছিনতাইয়ের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে—বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন নাবিক ছিলেন। তবে এর মধ্যে কোনো ইসরায়েলি ছিলেন না। 

জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন—জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করে জাপানিরা। তবে পাবলিক শিপিং ডেটাবেইস অনুযায়ী, গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হিসাবে পরিচিত।

এদিকে উঙ্গারের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েট প্রেসকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এর বেশি তিনি মন্তব্য করতে চাননি। 

স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এপি জানিয়েছে, দু-এক দিন আগেই গ্যালাক্সি লিডার নামে ওই জাহাজটি সৌদি আরবের জেদ্দার দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরে ছিল। তুরস্কের করফেজ বন্দর থেকে এটি ভারতের পিপাভাভ বন্দরের উদ্দেশে যাচ্ছিল। 

জাহাজটির একটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ট্র্যাকার ছিল। কিন্তু ডেটা বলছে, এর সুইচ বন্ধ করা ছিল। সাধারণত নিরাপত্তার কারণে জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ চালু রাখা হয়। তবে নাবিকেরা যদি মনে করেন, তাঁরা লক্ষ্যবস্তু হয়েছেন—এ ক্ষেত্রে এর সুইচ বন্ধ করে দেওয়া হয়। 

ব্রিটিশ সামরিক বাহিনীর ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন’ মনে করে, জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ছিনতাই হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত