অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালাবে না, বিনিময়ে তারাও লোহিতসাগরে নৌযান চলাচলে আর কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকা ও ইয়েমেনের হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী ওমান মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, এই চুক্তি লোহিতসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়েছে।’ এর ফলে ‘দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেছেন, এই চুক্তিতে ‘কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।’ এটি লোহিতসাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ চলাচল নিশ্চিত করবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনে হুতিদের ওপর বোমা হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে বাধা দেওয়া বন্ধ করতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন, হুতিরা বলেছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তবে এই বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, আমাদের ওপর আর বোমা ফেলবেন না এবং আমরা আপনাদের জাহাজে আক্রমণ করব না।’
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন অভিযান শুরু করে, তখন থেকেই হুতিরা ইসরায়েল ও লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিরা জাহাজ হামলা বন্ধ করবে—এই কথায় বিশ্বাস রাখছে ওয়াশিংটন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেশি ছিল। তবে গত রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েল বিমান হামলা চালায়। মঙ্গলবার রাজধানী সানা’র মূল বিমানবন্দরেও ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুতি এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর দুই দিনে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালাবে না, বিনিময়ে তারাও লোহিতসাগরে নৌযান চলাচলে আর কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকা ও ইয়েমেনের হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী ওমান মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, এই চুক্তি লোহিতসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়েছে।’ এর ফলে ‘দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেছেন, এই চুক্তিতে ‘কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।’ এটি লোহিতসাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ চলাচল নিশ্চিত করবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনে হুতিদের ওপর বোমা হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে বাধা দেওয়া বন্ধ করতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন, হুতিরা বলেছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তবে এই বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, আমাদের ওপর আর বোমা ফেলবেন না এবং আমরা আপনাদের জাহাজে আক্রমণ করব না।’
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন অভিযান শুরু করে, তখন থেকেই হুতিরা ইসরায়েল ও লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিরা জাহাজ হামলা বন্ধ করবে—এই কথায় বিশ্বাস রাখছে ওয়াশিংটন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেশি ছিল। তবে গত রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েল বিমান হামলা চালায়। মঙ্গলবার রাজধানী সানা’র মূল বিমানবন্দরেও ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুতি এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর দুই দিনে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
১ ঘণ্টা আগেপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
৩ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে সামরিক বাহিনীর অভিযানের এসব তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন দুজন নারী কর্মকর্তা—উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি। বারত, পাকিস্তান, হামলা, কাশ্মীর, যুদ্ধ, সামরিক বাহিনী, অভিযান
৪ ঘণ্টা আগেভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবার ২১ কোটি ১১ লাখ রুপির মায়রা দিয়েছেন বিয়েতে। এর মধ্যে ছিল ১ কেজি সোনা, ১৫ কেজি রুপা, ২১০ বিঘা জমি, একটি পেট্রল পাম্প, একটি প্লট, ১ কোটি ৫১ লাখ নগদ রুপি, কাপড়চোপড় এবং যানবাহন। স্থানীয় পটলিয়া পরিবারের দেওয়া এই মায়রা এখন পর্যন্ত জেলার সবচে
৪ ঘণ্টা আগে