আজকের পত্রিকা ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ উত্তেজনার মুখোমুখি হয়েছে। ১৩ জুন দিনভর ও রাতভর পাল্টাপাল্টি হামলায় দুই দেশের রাজধানী শহর তেহরান ও তেল আবিবের উপকণ্ঠে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানে।
ইরানের হামলায় তেল আবিবের উপশহর রামাত গানে বহু ভবন বিধ্বস্ত হয়, গাড়ি উল্টে পড়ে থাকে রাস্তায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায় আবাসিক এলাকাগুলো। প্রাণ হারান অন্তত দুজন বাসিন্দা, আহত হন অনেকে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজেদের ঘরবাড়ি খোঁজে আতঙ্কগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি।
তেহরানে একাধিক ভবন আংশিক ধসে পড়েছে, নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও রেভল্যুশনারি গার্ডের সূত্রে জানা যায়, রাজধানীর ওপর বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে পড়ে সকাল পর্যন্ত। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব—দুই শহরেই সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আতঙ্ক, অনিশ্চয়তা আর ঘোরতর ক্ষতির এই মুহূর্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক নেতারা। তবে এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো আভাস দেখা যাচ্ছে না।
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ উত্তেজনার মুখোমুখি হয়েছে। ১৩ জুন দিনভর ও রাতভর পাল্টাপাল্টি হামলায় দুই দেশের রাজধানী শহর তেহরান ও তেল আবিবের উপকণ্ঠে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানে।
ইরানের হামলায় তেল আবিবের উপশহর রামাত গানে বহু ভবন বিধ্বস্ত হয়, গাড়ি উল্টে পড়ে থাকে রাস্তায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায় আবাসিক এলাকাগুলো। প্রাণ হারান অন্তত দুজন বাসিন্দা, আহত হন অনেকে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজেদের ঘরবাড়ি খোঁজে আতঙ্কগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি।
তেহরানে একাধিক ভবন আংশিক ধসে পড়েছে, নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও রেভল্যুশনারি গার্ডের সূত্রে জানা যায়, রাজধানীর ওপর বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে পড়ে সকাল পর্যন্ত। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব—দুই শহরেই সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আতঙ্ক, অনিশ্চয়তা আর ঘোরতর ক্ষতির এই মুহূর্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক নেতারা। তবে এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো আভাস দেখা যাচ্ছে না।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৩ ঘণ্টা আগে