Ajker Patrika

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বাড়িঘরে সেনাছাউনি বানাচ্ছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­
পশ্চিম তীরে চলতি বছর ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান চালিয়েছে ইসরায়েল। ছবি: টাইমস অব ইসরায়েল
পশ্চিম তীরে চলতি বছর ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান চালিয়েছে ইসরায়েল। ছবি: টাইমস অব ইসরায়েল

সারা বিশ্বের নজর যখন ইরান-ইসরায়েল সংঘাতের দিকে তখন ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বুভুক্ষু ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিনই নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। বাড়িঘরে নিয়মিত তল্লাশি চালাচ্ছে।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের আরুরা এবং আবওয়েইন শহরের বাড়িঘর ও বিভিন্ন ভবন, পাশাপাশি রামাল্লার নুবানি খামারগুলোতে অভিযান চালিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরগুলোতে গ্রেপ্তার অভিযান চালিয়েছে, একই সঙ্গে ফিলিস্তিনি ভবনগুলোতে অভিযান চালিয়ে মালিকদের উচ্ছেদ করে সেগুলোকে সামরিক ব্যারাকে পরিণত করেছে।

এদিকে গাজা নিয়ে আরেকটি গভীর উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। তারা বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে কয়েকবার করে বাস্তুচ্যুত হয়েছে গাজার বেশির ভাগ মানুষ—যা ১৯৪৮ সালের ‘নাকবা’র (আরবি শব্দ, যার অর্থ ‘বিপর্যয়’) সঙ্গে তুলনীয়।

সংস্থাটির ভাষ্যমতে, ‘৭৭ বছর পরও ফিলিস্তিনিরা নিয়মিত উচ্ছেদ হচ্ছেন।’ তাদের মতে, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সাড়ে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে যেভাবে ঘরছাড়া করা হয়েছিল, বর্তমানেও গাজায় তেমনই আরেকটি মানবিক বিপর্যয় ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত