Ajker Patrika

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা, উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭: ১০
বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা, উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ছয়টি রকেট হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার এই হামলা চালানো হয়। এতে একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের কয়েকটি রানওয়ে ও পার্কিং এরিয়ায় রকেটগুলো আঘাত হানে। 

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি রকেট হামলা চালানো হয়। 

তৃতীয় একটি সূত্র জানিয়েছে, ইরাকি এয়ারওয়েজের বোয়িং-৭৬৭ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি মেরামতের জন্য রাখা হয়েছিল। 

তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও এমন হামলার জন্য ইরানপন্থিদের দায়ী করে যুক্তরাষ্ট্র। 

সম্প্রতি বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জয় ঘোষণা করার চার বছর পর গত ডিসেম্বরে ইরাকে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

তবে স্থানীয় সেনাদের প্রশিক্ষণের জন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সাড়ে তিন হাজার সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত