সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। ঘটনাটি ঘটেছে রাজধানী দামেস্কের শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জারমানা এলাকার একটি বড় মোড়ে। এক প্রত্যক্ষদর্শী ও কয়েকজন বিক্ষোভকারী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবিও ও ভিডিও ভাইরাল হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল-আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। আসাদ সিরিয়া ছেড়েছেন এমন খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত ওই উপশহরের বিক্ষোভকারীরা আসাদের শাসন পতনের দাবিতে সোচ্চার হন এবং সেখান থেকে তারা সরকারি ভবনের দিকে অগ্রসর হয়। এটি রাজধানীর একটি কঠোর নজরদারির এলাকা যেখানে দেশটির বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর কার্যালয় অবস্থিত।
সুওয়াইদা-২৪ নামের এক ওয়েবসাইটের সম্পাদক এবং কর্মী রাইয়ান মারুফ রয়টার্সকে জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কার্যালয়গুলোর দিকে গিয়ে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীদের সরিয়ে দেয়। এর পরপরই হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে জনতা।
আসাদের পতনের সম্ভাবনায় জনতা বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার ছিঁড়ে ফেলে পদদলিত করেছে এমন একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির শাসক দল বাশার আল-আসাদ এবং তাঁর প্রয়াত পিতা হাফিজ আল-আসাদকে একপ্রকার দেবতার আসনে বসিয়ে পূজা করে আসছিল।
হাফিজ আল-আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং টানা ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এরপর তাঁর ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা দখল করেন এবং এত দিন টিকে ছিলেন। সব মিলিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর দেশটি শাসন করেছেন।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বাশার আল–আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এলেও তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ ধারণা দিতে পারেনি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে, সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানিয়েছে।
২০১১ সালের মার্চে আসাদবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তী সময় সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।
সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। ঘটনাটি ঘটেছে রাজধানী দামেস্কের শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জারমানা এলাকার একটি বড় মোড়ে। এক প্রত্যক্ষদর্শী ও কয়েকজন বিক্ষোভকারী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবিও ও ভিডিও ভাইরাল হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল-আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। আসাদ সিরিয়া ছেড়েছেন এমন খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত ওই উপশহরের বিক্ষোভকারীরা আসাদের শাসন পতনের দাবিতে সোচ্চার হন এবং সেখান থেকে তারা সরকারি ভবনের দিকে অগ্রসর হয়। এটি রাজধানীর একটি কঠোর নজরদারির এলাকা যেখানে দেশটির বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর কার্যালয় অবস্থিত।
সুওয়াইদা-২৪ নামের এক ওয়েবসাইটের সম্পাদক এবং কর্মী রাইয়ান মারুফ রয়টার্সকে জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কার্যালয়গুলোর দিকে গিয়ে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীদের সরিয়ে দেয়। এর পরপরই হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে জনতা।
আসাদের পতনের সম্ভাবনায় জনতা বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার ছিঁড়ে ফেলে পদদলিত করেছে এমন একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির শাসক দল বাশার আল-আসাদ এবং তাঁর প্রয়াত পিতা হাফিজ আল-আসাদকে একপ্রকার দেবতার আসনে বসিয়ে পূজা করে আসছিল।
হাফিজ আল-আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং টানা ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এরপর তাঁর ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা দখল করেন এবং এত দিন টিকে ছিলেন। সব মিলিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর দেশটি শাসন করেছেন।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বাশার আল–আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এলেও তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ ধারণা দিতে পারেনি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে, সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানিয়েছে।
২০১১ সালের মার্চে আসাদবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তী সময় সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।
সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৫ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৬ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৮ ঘণ্টা আগে