Ajker Patrika

টাকা চুরির সন্দেহে বকাঝকা, বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের হরিয়ানার ফরিদাবাদে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চুরির সন্দেহে বকাঝকা করায় রাগের বশে সে এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ফরিদাবাদের নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে আটক করে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন ভবনের মালিক। প্রথম তলা থেকে শব্দ আসছে বুঝতে পেরে, তিনি দ্রুত ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশীরা উদ্ধারকাজে এগিয়ে এলে দেখা যায়, কিশোরটি সিঁড়ির প্রবেশপথও বন্ধ করে রেখেছে।

ভবনের মালিক রিয়াজউদ্দিন পুলিশের কাছে বলেন, ‘রাত ২টার দিকে আমি চিৎকার শুনে জেগে উঠি। আমি ছাদে ওঠার চেষ্টা করি, সেখানে মোহাম্মদ আলীম ও তাঁর ছেলে ভাড়া থাকতেন। গিয়ে দেখি, দরজা বাইরে থেকে বন্ধ। এক প্রতিবেশীর সহায়তায় আমি ছাদে গিয়ে দেখি ঘরটি আগুনে পুড়ছে, দরজা বাইরে থেকে আটকানো, আর আলীম ভেতরে আটকা পড়েছেন।’

আলীম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান, আর তাঁর ছেলে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পালিয়ে যায় বলে জানান রিয়াজউদ্দিন।

পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী মোহাম্মদ আলীম তাঁর ছেলেকে টাকা চুরির অভিযোগে বকাঝকা করেছিলেন। ধারণা করা হচ্ছে, রাগের মাথায় কিশোরটি দাহ্য পদার্থ ঢেলে তার বাবাকে আগুনে পুড়িয়ে দেয়।

উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা আলীম গত বছরের সেপ্টেম্বর মাসে ছেলেকে নিয়ে ফরিদাবাদে আসেন এবং অজয়নগর (পার্ট-২) এলাকায় রিয়াজউদ্দিনের ছাদের ওপর একটি কক্ষ ভাড়া নেন। তিনি ধর্মীয় স্থানগুলোর জন্য অনুদান সংগ্রহ করতেন এবং বাজারে মশারি ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন। তাঁর স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর অন্য চার সন্তান আলাদা বসবাস করতেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আলীম ছেলেকে একাধিকবার তার আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। এটি দীর্ঘদিনের ক্ষোভের ফল নাকি হঠাৎ রাগের বিস্ফোরণ আমরা খতিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত