Ajker Patrika

জিম্মিদের নিয়ে মিসরে পালিয়ে গেছেন সিনওয়ার: ইসরায়েল 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০১
জিম্মিদের নিয়ে মিসরে পালিয়ে গেছেন সিনওয়ার: ইসরায়েল 

ইসরায়েলের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, হামাসের হাতে থাকা জিম্মিদের নিয়ে গাজা থেকে মিসরে পালিয়ে গেছেন গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার। এই সময় সিনওয়ার তাঁর ভাইকেও সঙ্গে নিয়ে গেছেন। আজ মঙ্গলবার এমনটাই বলা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইয়াহিয়া সিনওয়ার হামাসের টানেল নেটওয়ার্ক ব্যবহার করেই রাফাহ হয়ে সীমান্ত পেরিয়ে মিসরে পৌঁছে গেছেন। তবে আমাদের মূল উদ্বেগের বিষয় হলো, তিনি তাঁর সঙ্গে জিম্মিদেরও হয়তো নিয়ে গেছেন। 

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলো বিগত কয়েক বছর ধরেই হামাসের টানেল নেটওয়ার্কে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাদের ধারণা এই টানেল নেটওয়ার্ক এতটাই প্রশস্ত যে, এর ভেতর দিয়ে অনায়াসে একটি গাড়ি বা ট্রাক চালিয়ে নেওয়া সম্ভব। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিল—ইয়াহিয়া সিনওয়ার গাজায় টানেলের ভেতরেই আছেন। 

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ নিউজের সংবাদ বিশ্লেষক এহুদ ইয়ারি বলেছেন, সম্ভাবনা আছে যে, সিনওয়ার তাঁর সঙ্গে ইসরায়েলি জিম্মিদেরও নিয়ে গেছেন। তিনি বলেছেন, ‘হামাসের একাধিক স্কোয়াড ইসরায়েলি জিম্মিদের পৃথকভাবে নিজস্ব অবস্থানে রেখেছে। তবে সিনওয়ার এ ক্ষেত্রে নিশ্চিত যে তিনি পালাতে পারবেন। তবে তিনি এটাও জানেন যে, তিনি মিসরে পালিয়ে গেলেও সেখানে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন না।’ 
 
এদিকে, গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারের সাবেক সহযোগী ও এক সময় ইসরায়েলি কারাগারের সহবন্দী আসমত মনসুর বলেছেন, মূলত হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে ফেলা, সিনওয়ারের সহযোগীদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি ও তাঁকে ফিলিস্তিনি জনগণের নেতায় পরিণত করার পরিকল্পিত একটি কৌশলগত অভিযান। 

তবে মনসুরের মতে, হামাস যেভাবে পরিকল্পনা করেছিল পরবর্তী সময়ে সবকিছু তাদের হিসাবমতো ঘটেনি। কারণ ইসরায়েল কোনো ধরনের ন্যায়নীতির ধার না ধেরেই লাগামহীনভাবে গাজাবাসীর ওপর চড়াও হয়েছে এবং এর ফলে কী হয়ে তার ফলাফল সবার সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত