Ajker Patrika

মার্কিন নিয়ন্ত্রণে ইরানের রাষ্ট্রীয় ২ সংবাদমাধ্যমের ওয়েবসাইট

আপডেট : ২৩ জুন ২০২১, ০২: ৪৯
মার্কিন নিয়ন্ত্রণে ইরানের রাষ্ট্রীয় ২ সংবাদমাধ্যমের ওয়েবসাইট

ঢাকা: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এবং আল আলমের ওয়েবসাইটের নিয়ন্ত্রণে  নিয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি চ্যানেলের ওয়েবসাইটের নিয়ন্ত্রণও  নিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার এই তিনটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি দেখা গেছে।

প্রত্যেকটি ওয়েবসাইটে মার্কিন নিষেধাজ্ঞার আইন উল্লেখ করে লেখা ছিল যে এটি মার্কিন সরকার দ্বারা জব্দ করা হয়েছে। পাশাপাশি সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সিল ছিল।

এ নিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআইবি-এর প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন নিয়ন্ত্রিত একটি সম্প্রচারমাধ্যম এবং আরবি ভাষার আরেকটি ধর্মীয় ও সাংস্কৃতিক চ্যানেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সরকারি বার্তা সংস্থার প্রতিবেদনে অভিযোগ করা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করছে। এই অঞ্চলে মার্কিন মিত্রদের অপরাধ প্রকাশ করে তাদের প্রতিরোধের জন্য যে গণমাধ্যমগুলো কাজ করছে তাদেরকেই ঠেকাতে ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে মিলে মার্কিন বাহিনী এই কাজ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত