জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরদিনই ইরান সফরে যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। আজ মঙ্গলবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রায় ছয় মাস ধরে চলমান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন জানিয়ে আসছে ইরান। এ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এটি হানিয়েহর দ্বিতীয় ইরান সফর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সোমবারের প্রস্তাব পাসকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘প্রস্তাবের বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ।’
হামাস জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক সব জিম্মির মুক্তির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায়, মিত্র ইসরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরদিনই ইরান সফরে যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। আজ মঙ্গলবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রায় ছয় মাস ধরে চলমান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন জানিয়ে আসছে ইরান। এ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এটি হানিয়েহর দ্বিতীয় ইরান সফর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সোমবারের প্রস্তাব পাসকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘প্রস্তাবের বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ।’
হামাস জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক সব জিম্মির মুক্তির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায়, মিত্র ইসরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৬ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৭ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৮ ঘণ্টা আগে