Ajker Patrika

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরদিনই ইরান সফরে হামাস নেতা হানিয়েহ

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬: ১৯
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরদিনই ইরান সফরে হামাস নেতা হানিয়েহ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরদিনই ইরান সফরে যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। আজ মঙ্গলবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রায় ছয় মাস ধরে চলমান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন জানিয়ে আসছে ইরান। এ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এটি হানিয়েহর দ্বিতীয় ইরান সফর। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সোমবারের প্রস্তাব পাসকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘প্রস্তাবের বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ।’ 

হামাস জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক সব জিম্মির মুক্তির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায়, মিত্র ইসরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত