Ajker Patrika

হামাস চাইলে কালই যুদ্ধ বন্ধ: যুক্তরাষ্ট্র

ইসরায়েলি হামলায় গাজায় ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ছবি: এএফপি
ইসরায়েলি হামলায় গাজায় ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে মিসরের কায়রোতে চলছে যুদ্ধবিরতি আলোচনা। সেখানে হামাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস চাইলে কাল থেকেই যুদ্ধ বন্ধ হবে।

এই আলোচনার মধ্যেই গাজায় আবারও বড় আকারের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেভ দ্য চিলড্রেনের কর্মীসহ বেশ কয়েকজন ত্রাণ সংস্থার কর্মী রয়েছেন।

আজ রোববার আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানায়, এ হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েলি সেনারা গত ৬ অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে, দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা ১২ ফিলিস্তিনিসহ তিনজন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও একজন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের ওপর তৃতীয়বারের মতো হামলা হলো। অন্যদিকে খান ইউনিসে মসজিদ থেকে ফেরার পথে সেভ দ্য চিলড্রেনের কর্মী আহমদ ফয়সাল ইসলিম আল-কাদি নিহত হয়েছেন।

শনিবার উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন গাজা স্যুপ কিচেনের শেফ মাহমুদ আলমাধুন। বেইত লাহিয়ার অবরুদ্ধ চিকিৎসা কেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

এর আগে এক প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ জানিয়েছিল, ২০২৪ সাল মানবিক সহায়তাকারী কর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। বেশির ভাগই গাজায় ইউএনআরডব্লিউএ কর্মী।

এর আগে দেইর এল-বালাহে একটি বেকারির সামনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে দুটি মেয়ে ও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ইসরায়েল ত্রাণ দেওয়াকে ব্যাহত করছে বলে অভিযোগ করে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছে তারা।

হামাসের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে এখন কায়রোতে অবস্থান করছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস আজ জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে।

শনিবার এডান আলেক্সান্ডার নামে একজন ইসরায়েলি–আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেত এক বিবৃতিতে বলেছেন, জিম্মির ভিডিও হামাসের সন্ত্রাসী কার্যকলাপের নিষ্ঠুর স্মারক, যা তারা একাধিক দেশের নাগরিকদের ওপর চালিয়েছে। যদি হামাস বন্দীদের মুক্তি দেয়, গাজায় যুদ্ধ আগামীকালই বন্ধ হয়ে যাবে। গাজার মানুষের দুঃখ–দুর্দশা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫ হাজার ১৪২ জন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত