হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ
প্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘দ্য ম্যান হু ব্রট দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সদ্য প্রকাশিত এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সৌদি পিআইএফ মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে। এতে তহবিলটির অপব্যবহার ও এর মাধ্যমে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে সৌদি যুবরাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিল জড়িত এবং এসব ঘটনা থেকে প্রতিষ্ঠানটি লাভবান হয়েছে।
জমি দখল, নির্যাতন ও হত্যার অভিযোগ
২০১৭ সালের কথিত দুর্নীতিবিরোধী অভিযানে মোহাম্মদ বিন সালমান তহবিলটির নিয়ন্ত্রণে আসেন। সেই সময়ে সৌদি অভিজাতদের নির্বিচারে গ্রেপ্তার, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল এবং তাঁদের সম্পত্তিও দখল করা হয়।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে পিআইএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়, পিআইএফের মালিকানাধীন স্কাই প্রাইম এভিয়েশন কোম্পানির দুটি বিমানে খাশোগি হত্যাকারীরা ইস্তাম্বুলে গিয়েছিল।
স্থানীয় জনগণের ক্ষতি ও আন্তর্জাতিক কৌশল
সৌদি আরবের কিছু মেগাপ্রকল্পে এই তহবিলের অর্থ ব্যবহৃত হয়েছে, যেগুলো স্থানীয় ও প্রান্তিক জনগণের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এসব প্রকল্পে জোরপূর্বক বাস্তুচ্যুতি, বসতবাড়ি ধ্বংস এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের ঘটনাগুলো বারবার ঘটেছে।
এছাড়া পিআইএফের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুনাম পুনরুদ্ধার ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে এলআইভি গলফ ট্যুর, ফিফা ২০৩৪ বিশ্বকাপ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে বিনিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়া ঠেকাতে পিআইএফের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ।
প্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘দ্য ম্যান হু ব্রট দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সদ্য প্রকাশিত এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সৌদি পিআইএফ মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে। এতে তহবিলটির অপব্যবহার ও এর মাধ্যমে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে সৌদি যুবরাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিল জড়িত এবং এসব ঘটনা থেকে প্রতিষ্ঠানটি লাভবান হয়েছে।
জমি দখল, নির্যাতন ও হত্যার অভিযোগ
২০১৭ সালের কথিত দুর্নীতিবিরোধী অভিযানে মোহাম্মদ বিন সালমান তহবিলটির নিয়ন্ত্রণে আসেন। সেই সময়ে সৌদি অভিজাতদের নির্বিচারে গ্রেপ্তার, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল এবং তাঁদের সম্পত্তিও দখল করা হয়।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে পিআইএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রতিবেদনে বলা হয়, পিআইএফের মালিকানাধীন স্কাই প্রাইম এভিয়েশন কোম্পানির দুটি বিমানে খাশোগি হত্যাকারীরা ইস্তাম্বুলে গিয়েছিল।
স্থানীয় জনগণের ক্ষতি ও আন্তর্জাতিক কৌশল
সৌদি আরবের কিছু মেগাপ্রকল্পে এই তহবিলের অর্থ ব্যবহৃত হয়েছে, যেগুলো স্থানীয় ও প্রান্তিক জনগণের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এসব প্রকল্পে জোরপূর্বক বাস্তুচ্যুতি, বসতবাড়ি ধ্বংস এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের ঘটনাগুলো বারবার ঘটেছে।
এছাড়া পিআইএফের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুনাম পুনরুদ্ধার ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে এলআইভি গলফ ট্যুর, ফিফা ২০৩৪ বিশ্বকাপ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে বিনিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়া ঠেকাতে পিআইএফের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে