আজকের পত্রিকা ডেস্ক
ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাকে বর্ণবাদী পদক্ষেপ বলে কড়া সমালোচনা করেছে ইরান। তেহরানের ভাষ্য, এই নিষেধাজ্ঞা ‘ইরানি ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ প্রতিক্রিয়া তুলে ধরেছে।
আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলিরেজা হাশেমি বলেন, ‘নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে এই নিষেধাজ্ঞা মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে বর্ণবাদী ও শ্রেষ্ঠত্ববাদী মানসিকতার প্রভাব স্পষ্ট করল। ইরানি ও মুসলিমদের প্রতি মার্কিন নীতিনির্ধারকদের যে গভীর শত্রুভাবাপন্ন মনোভাব রয়েছে, এই সিদ্ধান্তে তাই ফুটে উঠল।’
হাশেমি-রেজা বলেন, এই নীতি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন এবং কেবল জাতীয়তা বা ধর্মের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষের ভ্রমণের মৌলিক অধিকার অস্বীকার করছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ইরানসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মোট ১৯টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আরও সাতটি দেশের নাগরিকদের জন্য সীমিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা রক্ষায়’ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তাঁর প্রশাসন। আগামী সোমবার থেকে এই নীতি কার্যকর হওয়ার কথা। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞারই পুনরাবৃত্তি।
১৯৮০ সালে ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন। দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। তবু ইরানিদের অনেকেই নিজ দেশের বাইরে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ ইরানি বাস করতেন।
ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাকে বর্ণবাদী পদক্ষেপ বলে কড়া সমালোচনা করেছে ইরান। তেহরানের ভাষ্য, এই নিষেধাজ্ঞা ‘ইরানি ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ প্রতিক্রিয়া তুলে ধরেছে।
আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলিরেজা হাশেমি বলেন, ‘নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে এই নিষেধাজ্ঞা মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে বর্ণবাদী ও শ্রেষ্ঠত্ববাদী মানসিকতার প্রভাব স্পষ্ট করল। ইরানি ও মুসলিমদের প্রতি মার্কিন নীতিনির্ধারকদের যে গভীর শত্রুভাবাপন্ন মনোভাব রয়েছে, এই সিদ্ধান্তে তাই ফুটে উঠল।’
হাশেমি-রেজা বলেন, এই নীতি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন এবং কেবল জাতীয়তা বা ধর্মের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষের ভ্রমণের মৌলিক অধিকার অস্বীকার করছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ইরানসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মোট ১৯টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আরও সাতটি দেশের নাগরিকদের জন্য সীমিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা রক্ষায়’ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তাঁর প্রশাসন। আগামী সোমবার থেকে এই নীতি কার্যকর হওয়ার কথা। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞারই পুনরাবৃত্তি।
১৯৮০ সালে ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন। দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। তবু ইরানিদের অনেকেই নিজ দেশের বাইরে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ ইরানি বাস করতেন।
নেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর রোগীদের ছেড়ে মন্ত্রী হতে চান না। মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কাঠমান্ডুর তিলগঙ্গা চক্ষু ইনস্টিটিউটে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশে পদ্মার রুপালি ইলিশ নামে পরিচিত হলেও উৎসবের মৌসুমে সীমান্ত পেরিয়ে কলকাতায় তা এখন সোনালি আশীর্বাদ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল বুধবার রাত থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকতে শুরু করেছে ইলিশ। কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, দুর্গাপূজার সময়ে আদৌ কি পাওয়া যাবে পদ্মার ইলিশ, নাকি এ বছরেও আগের
১ ঘণ্টা আগেব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) গ্রহণ করেছিলেন। ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস বলেছে, টিউলিপ অতীতে যেসব...
২ ঘণ্টা আগেরক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। গতকাল বুধবার ফ্যাসিবাদবিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনকে তিনি একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে