Ajker Patrika

ইরানে মার্কিন হামলাকে ‘অহেতুক’ বললেন পুতিন, পাশে থাকার আশ্বাস

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭: ০৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সিএনএন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সিএনএন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। পুতিন তাঁকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ‘ভিত্তিহীন’।

আজ সোমবার মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া ইরানের জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে আশ্বাস দেন পুতিন।

আজ ক্রেমলিনে বৈঠকের শুরুতে পুতিন এই মন্তব্য করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া এই বিষয়ে ‘ইতিহাসের সঠিক দিকে’ অবস্থান নিয়েছে। আরাঘচি পুতিনকে আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁকে পুতিনকে তাঁদের শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার ফলে সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে এবং উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তাঁর মতে, হামলার পর ইরানের পরিস্থিতি গভীরভাবে উদ্বেগের।

পেসকভ আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বপরিকল্পিত হামলার বিষয়ে পুতিনকে বিস্তারিতভাবে জানাননি, যদিও তাঁরা সাধারণভাবে মার্কিন সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। রাশিয়া ইতিমধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ ইরানের প্রয়োজনের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত