Ajker Patrika

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ রোববার (৯ মার্চ) ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। কোহেন বলেন, ‘আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব জিম্মি ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব, হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না।’

রোববার রতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে—সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।

ইসরায়েল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে যেন জিম্মি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয়।

এর আগে গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরায়েল। হামাসকে আলোচনায় নতুন শর্ত গ্রহণ করতে বাধ্য করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য।

এদিকে গত শুক্রবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে।

ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আগামীকাল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে আলোচনার অগ্রগতির জন্য।

একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার জন্য তারা একটি সুযোগ দিতে চায়। এরপরই গাজায় আবারও সামরিক অভিযান শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত