যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া অন্তর্বাসের সঙ্গে অশ্লীল আচরণের ছবি এবং ভিডিও পোস্ট করছে ইসরায়েলি সৈন্যরা। গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বিশ্ববাসী সেখানে ইসরায়েলি সৈন্যদের আচরণে দেখা গেছে এমন অসংগতি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য গাজার একটি ঘরে একটি আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস। তার সামনে একটি সোফায় শুয়ে থাকা আরেক সৈন্যের খোলা মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই অন্তর্বাস।
অন্য এক ছবিতে ইসরায়েলি এক সেনা বসে আছে ট্যাংকের ওপর। নারীদের একটি ম্যানেকিনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি একটি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি।’
ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা হলো কেবল দুটির কথা। এ রকম কয়েক ডজন পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অন্তর্বাস, ম্যানেকিন এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করছে। অন্তর্বাসের ছবিগুলো অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার। ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্ট যাচাই করে দেখেছে রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীসহ সকল নারীর জন্যই অবমাননাকর।’
ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়ে মন্তব্য চেয়েছিল রয়টার্স।
তার প্রতিক্রিয়ায় আইডিএফের এক মুখপাত্র বলেছেন, আইডিএফ সৈন্যদের দায়িত্ব পালন এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। সে সঙ্গে, সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওগুলোর ব্যাপারেও প্রতিবেদন দেওয়া হবে।
আইডিএফ মুখপাত্র বলেন, ফৌজদারি অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে তা নিয়ে তদন্ত হবে। সামরিক পুলিশ এই তদন্তগুলো করে থাকে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, এটি স্পষ্ট করা উচিত যে—কিছু পরীক্ষা নিরীক্ষার পর তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছে যে, ভিডিওতে সৈন্যদের অভিব্যক্তি বা আচরণ ছিল অনুপযুক্ত। সৈন্যদের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া অন্তর্বাসের সঙ্গে অশ্লীল আচরণের ছবি এবং ভিডিও পোস্ট করছে ইসরায়েলি সৈন্যরা। গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বিশ্ববাসী সেখানে ইসরায়েলি সৈন্যদের আচরণে দেখা গেছে এমন অসংগতি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য গাজার একটি ঘরে একটি আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস। তার সামনে একটি সোফায় শুয়ে থাকা আরেক সৈন্যের খোলা মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই অন্তর্বাস।
অন্য এক ছবিতে ইসরায়েলি এক সেনা বসে আছে ট্যাংকের ওপর। নারীদের একটি ম্যানেকিনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি একটি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি।’
ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা হলো কেবল দুটির কথা। এ রকম কয়েক ডজন পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অন্তর্বাস, ম্যানেকিন এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করছে। অন্তর্বাসের ছবিগুলো অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার। ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্ট যাচাই করে দেখেছে রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীসহ সকল নারীর জন্যই অবমাননাকর।’
ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়ে মন্তব্য চেয়েছিল রয়টার্স।
তার প্রতিক্রিয়ায় আইডিএফের এক মুখপাত্র বলেছেন, আইডিএফ সৈন্যদের দায়িত্ব পালন এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। সে সঙ্গে, সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওগুলোর ব্যাপারেও প্রতিবেদন দেওয়া হবে।
আইডিএফ মুখপাত্র বলেন, ফৌজদারি অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে তা নিয়ে তদন্ত হবে। সামরিক পুলিশ এই তদন্তগুলো করে থাকে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, এটি স্পষ্ট করা উচিত যে—কিছু পরীক্ষা নিরীক্ষার পর তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছে যে, ভিডিওতে সৈন্যদের অভিব্যক্তি বা আচরণ ছিল অনুপযুক্ত। সৈন্যদের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা! তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ।
২৫ মিনিট আগেপাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
১২ ঘণ্টা আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
১৩ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
১৩ ঘণ্টা আগে