যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া অন্তর্বাসের সঙ্গে অশ্লীল আচরণের ছবি এবং ভিডিও পোস্ট করছে ইসরায়েলি সৈন্যরা। গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বিশ্ববাসী সেখানে ইসরায়েলি সৈন্যদের আচরণে দেখা গেছে এমন অসংগতি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য গাজার একটি ঘরে একটি আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস। তার সামনে একটি সোফায় শুয়ে থাকা আরেক সৈন্যের খোলা মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই অন্তর্বাস।
অন্য এক ছবিতে ইসরায়েলি এক সেনা বসে আছে ট্যাংকের ওপর। নারীদের একটি ম্যানেকিনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি একটি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি।’
ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা হলো কেবল দুটির কথা। এ রকম কয়েক ডজন পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অন্তর্বাস, ম্যানেকিন এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করছে। অন্তর্বাসের ছবিগুলো অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার। ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্ট যাচাই করে দেখেছে রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীসহ সকল নারীর জন্যই অবমাননাকর।’
ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়ে মন্তব্য চেয়েছিল রয়টার্স।
তার প্রতিক্রিয়ায় আইডিএফের এক মুখপাত্র বলেছেন, আইডিএফ সৈন্যদের দায়িত্ব পালন এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। সে সঙ্গে, সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওগুলোর ব্যাপারেও প্রতিবেদন দেওয়া হবে।
আইডিএফ মুখপাত্র বলেন, ফৌজদারি অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে তা নিয়ে তদন্ত হবে। সামরিক পুলিশ এই তদন্তগুলো করে থাকে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, এটি স্পষ্ট করা উচিত যে—কিছু পরীক্ষা নিরীক্ষার পর তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছে যে, ভিডিওতে সৈন্যদের অভিব্যক্তি বা আচরণ ছিল অনুপযুক্ত। সৈন্যদের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া অন্তর্বাসের সঙ্গে অশ্লীল আচরণের ছবি এবং ভিডিও পোস্ট করছে ইসরায়েলি সৈন্যরা। গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বিশ্ববাসী সেখানে ইসরায়েলি সৈন্যদের আচরণে দেখা গেছে এমন অসংগতি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য গাজার একটি ঘরে একটি আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস। তার সামনে একটি সোফায় শুয়ে থাকা আরেক সৈন্যের খোলা মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই অন্তর্বাস।
অন্য এক ছবিতে ইসরায়েলি এক সেনা বসে আছে ট্যাংকের ওপর। নারীদের একটি ম্যানেকিনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি একটি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি।’
ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা হলো কেবল দুটির কথা। এ রকম কয়েক ডজন পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অন্তর্বাস, ম্যানেকিন এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করছে। অন্তর্বাসের ছবিগুলো অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার। ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্ট যাচাই করে দেখেছে রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীসহ সকল নারীর জন্যই অবমাননাকর।’
ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়ে মন্তব্য চেয়েছিল রয়টার্স।
তার প্রতিক্রিয়ায় আইডিএফের এক মুখপাত্র বলেছেন, আইডিএফ সৈন্যদের দায়িত্ব পালন এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। সে সঙ্গে, সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওগুলোর ব্যাপারেও প্রতিবেদন দেওয়া হবে।
আইডিএফ মুখপাত্র বলেন, ফৌজদারি অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে তা নিয়ে তদন্ত হবে। সামরিক পুলিশ এই তদন্তগুলো করে থাকে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, এটি স্পষ্ট করা উচিত যে—কিছু পরীক্ষা নিরীক্ষার পর তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছে যে, ভিডিওতে সৈন্যদের অভিব্যক্তি বা আচরণ ছিল অনুপযুক্ত। সৈন্যদের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে