Ajker Patrika

ইরানের নতুন প্রেসিডেন্ট কট্টরপন্থী রাইসি, ফল ঘোষণার আগেই হার মেনে নিল বিরোধীরা

আপডেট : ১৯ জুন ২০২১, ১৫: ৫০
ইরানের নতুন প্রেসিডেন্ট কট্টরপন্থী রাইসি, ফল ঘোষণার আগেই হার মেনে নিল বিরোধীরা

ঢাকা: ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী রক্ষণশীল নেতা সাইয়্যেদ ইবরাহিম রাইসি। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে বিরোধীরা এরই মধ্যে হার মেনে নিয়েছেন এবং রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া অন্য তিন প্রার্থী মোহসেন রেজায়ি, আবদুল নাসের হেমাতি ও আমির হোসেন ঘাজিজাদ্দেহ হাশেমি পৃথক বার্তায় আজ শনিবার বিজয়ী প্রার্থী হিসেবে ইবরাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে এখনো ভোট গণনা চলছে। আজ শনিবার দিনের শেষভাগে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

গতকাল শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্ধারণে ভোট দিয়েছে দেশটির জনগণ। এতে কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির জয় অনেকটাই সুনিশ্চিত বলে শুরু থেকে ধারণা করা হচ্ছে।

রাইসিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ‘আমি জনগণের ইচ্ছাকে অভিনন্দন জানাই। আমার আনুষ্ঠানিক অভিনন্দন পরে আসবে। তবে আমরা জানি, কে জয়ী হয়েছেন এবং নির্বাচিত হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পেয়েছেন।’

নির্বাচনে রাইসির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দুল নাসের হেমাতি। এক চিঠিতে তিনি সরাসরি রাইসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আশা করি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে আপনার প্রশাসন ইরানকে গর্বিত করবে, জীবনমানের উন্নতি ঘটাবে এবং জাতির মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করবে।

২০১৯ সালে রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন। এর কিছুদিন আগেই তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন ইরানের সুপ্রিম নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত