গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানাল হামাস। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হামলার কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে এম-৯০ রকেট নিক্ষেপ করেছে। গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে।
গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বন্দী বিনিময়ের বিষয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন।
রাতের বেলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানসমর্থিত এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে।
এদিকে আবার যুদ্ধ শুরু করার প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমের হাজার হাজার মানুষ ইসরায়েলের সংসদ কনেসেটের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু তাঁর জোট সরকারকে শক্তিশালী করতে আবার যুদ্ধ শুরু করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট সরকারে ফিরে আসার ঘোষণা দেন। তিনি জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করেছিলেন।
গত দুই দিনের অভিযানে গাজায় স্থল অভিযান চালিয়ে নেটজারিম করিডোর আবার দখল করেছে ইসরায়েল। অঞ্চলটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে।
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানাল হামাস। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হামলার কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে এম-৯০ রকেট নিক্ষেপ করেছে। গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে।
গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বন্দী বিনিময়ের বিষয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন।
রাতের বেলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানসমর্থিত এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে।
এদিকে আবার যুদ্ধ শুরু করার প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমের হাজার হাজার মানুষ ইসরায়েলের সংসদ কনেসেটের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু তাঁর জোট সরকারকে শক্তিশালী করতে আবার যুদ্ধ শুরু করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট সরকারে ফিরে আসার ঘোষণা দেন। তিনি জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করেছিলেন।
গত দুই দিনের অভিযানে গাজায় স্থল অভিযান চালিয়ে নেটজারিম করিডোর আবার দখল করেছে ইসরায়েল। অঞ্চলটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২০ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে