আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে