লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পরই বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই বিষয়ে বক্তব্য দেবেন। তবে এর আগেই গতকাল বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের মুখোমুখি হয়েছে সংগঠনটির সদস্যরা। এবার বিস্ফোরিত হয়েছে তাঁদের ওয়াকি-টকিগুলো। তবে পূর্ব নির্ধারিত সময়েই আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনে এই বিস্ফোরণের বিষয়ে ভাষণ দিয়েছেন নাসরুল্লাহ। দুই দফা বিস্ফোরণের ঘটনাকে তিনি ‘ইসরায়েলি হামলা’ বলে উল্লেখ করেছেন এবং এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ভাষণ দিয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি।
দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে, সেই বিষয়ে নাসরুল্লাহ বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি, শত্রু নেতানিয়াহু ও গ্যালান্তকেও বলতে চাই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী।’
লেবাননে ইলেকট্রিক হামলার প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যার চেষ্টা করেছে তারা। লেবানন শুধু নয়, বিশ্বের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন।’
পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে নাসরুল্লাহ বলেন, ‘অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’
এদিকে যখন নাসরুল্লাহর ভাষণ প্রচারিত হচ্ছিল, সেই সময়টিতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে কাজ করছে। তবে লেবাননে ইলেকট্রনিক হামলার অভিযোগ এখনো স্বীকার করেনি ইসরায়েল।
লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পরই বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই বিষয়ে বক্তব্য দেবেন। তবে এর আগেই গতকাল বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের মুখোমুখি হয়েছে সংগঠনটির সদস্যরা। এবার বিস্ফোরিত হয়েছে তাঁদের ওয়াকি-টকিগুলো। তবে পূর্ব নির্ধারিত সময়েই আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনে এই বিস্ফোরণের বিষয়ে ভাষণ দিয়েছেন নাসরুল্লাহ। দুই দফা বিস্ফোরণের ঘটনাকে তিনি ‘ইসরায়েলি হামলা’ বলে উল্লেখ করেছেন এবং এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ভাষণ দিয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি।
দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে, সেই বিষয়ে নাসরুল্লাহ বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি, শত্রু নেতানিয়াহু ও গ্যালান্তকেও বলতে চাই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী।’
লেবাননে ইলেকট্রিক হামলার প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যার চেষ্টা করেছে তারা। লেবানন শুধু নয়, বিশ্বের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন।’
পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে নাসরুল্লাহ বলেন, ‘অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’
এদিকে যখন নাসরুল্লাহর ভাষণ প্রচারিত হচ্ছিল, সেই সময়টিতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে কাজ করছে। তবে লেবাননে ইলেকট্রনিক হামলার অভিযোগ এখনো স্বীকার করেনি ইসরায়েল।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৫ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৬ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৮ ঘণ্টা আগে