দীর্ঘদিন থেকেই গাজায় খাদ্যসহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে অঞ্চলটিতে খাবারের সংকট এতটাই তীব্র হয়েছে, অনাহারে থেকে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত অপুষ্টি ও পানিশূন্যতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিগত কয়েক দিনে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
আশরাফ আল-কুদরা আরও বলেছেন, ‘আমরা অনুমান করছি, অনাহারে থেকে অসুস্থ হয়ে গেলেও হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে আরও অন্তত কয়েক ডজন মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করছেন।’ তিনি জানিয়েছেন, গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলার ছয় মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। মাঝে সাময়িক যুদ্ধবিরতির জন্য কয়েক দিন ইসরায়েলি আক্রমণ বন্ধ থাকলেও তা আবারও পুরোদমে শুরু হয় দ্রুতই।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এ ছাড়া, ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৭২ হাজার ৩০০ জন গুরুতর আহত হয়েছেন।
দীর্ঘদিন থেকেই গাজায় খাদ্যসহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে অঞ্চলটিতে খাবারের সংকট এতটাই তীব্র হয়েছে, অনাহারে থেকে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত অপুষ্টি ও পানিশূন্যতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিগত কয়েক দিনে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
আশরাফ আল-কুদরা আরও বলেছেন, ‘আমরা অনুমান করছি, অনাহারে থেকে অসুস্থ হয়ে গেলেও হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে আরও অন্তত কয়েক ডজন মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করছেন।’ তিনি জানিয়েছেন, গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলার ছয় মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। মাঝে সাময়িক যুদ্ধবিরতির জন্য কয়েক দিন ইসরায়েলি আক্রমণ বন্ধ থাকলেও তা আবারও পুরোদমে শুরু হয় দ্রুতই।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এ ছাড়া, ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৭২ হাজার ৩০০ জন গুরুতর আহত হয়েছেন।
আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
১৭ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
২৮ মিনিট আগেওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১১ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১২ ঘণ্টা আগে