অনলাইন ডেস্ক
হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আজ আল-দ্বীন হাদ্দাদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড-এর অন্যতম পরিকল্পনাকারী এই নেতা সম্প্রতি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই ব্যক্তিকে ‘লো প্রোফাইল’ নেতা বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। তবে, লো প্রোফাইল বা কম আলোচিত হলেও হাদ্দাদকে ধরিয়ে দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে ইসরায়েল। হাদ্দাদ মূলত নিজে থেকেই খুব একটা আলোচনায় আসতে চান না, বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’ বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।
টাইমস অব ইসরায়েল বলছে, চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হামাস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের উত্তর গাজা শাখার দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।
আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানান, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতা গ্রহণের জন্য সিনওয়ারকে চাপ দেন—যার আওতায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের আগে পর্যন্ত হাদ্দাদ আরও জিম্মি মুক্তির পক্ষে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আগের নেতাদের তুলনায় বেশি নমনীয়, সিনওয়াররা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।
ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে—গাজায় তাদের পরবর্তী লক্ষ্য হাদ্দাদ। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।’
হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আজ আল-দ্বীন হাদ্দাদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড-এর অন্যতম পরিকল্পনাকারী এই নেতা সম্প্রতি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এই ব্যক্তিকে ‘লো প্রোফাইল’ নেতা বলে আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। তবে, লো প্রোফাইল বা কম আলোচিত হলেও হাদ্দাদকে ধরিয়ে দেওয়ার জন্য ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে ইসরায়েল। হাদ্দাদ মূলত নিজে থেকেই খুব একটা আলোচনায় আসতে চান না, বরং পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। এ কারণেই তিনি ‘ঘোস্ট অব আল কাসাম’ বা ‘আল কাসামের ভূত’ নামে পরিচিত।
টাইমস অব ইসরায়েল বলছে, চলতি বছরের মে মাসে মুহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার পর হামাস প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের উত্তর গাজা শাখার দায়িত্ব গ্রহণ করেন হাদ্দাদ, আর দক্ষিণ গাজার দায়িত্বে ছিলেন মুহাম্মাদ সিনওয়ার।
আরব গোয়েন্দা সূত্র ও হামাসের দুই কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানান, হাদ্দাদ তাঁর পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী। তিনি জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতা গ্রহণের জন্য সিনওয়ারকে চাপ দেন—যার আওতায় কয়েক ডজন ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হয়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের আগে পর্যন্ত হাদ্দাদ আরও জিম্মি মুক্তির পক্ষে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আগের নেতাদের তুলনায় বেশি নমনীয়, সিনওয়াররা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।
ইসরায়েল ঘোষণা দিয়ে রেখেছে—গাজায় তাদের পরবর্তী লক্ষ্য হাদ্দাদ। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গাজায় আজ আল-দ্বীন হাদ্দাদ এবং বিদেশে খালিল আল-হাইয়া—তোমরা এবং তোমাদের সব সহযোগী আমাদের পরবর্তী লক্ষ্য।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে