আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় বছরের কাছাকাছি সময় ধরে। এই সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ছিটমহলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রচলিত মারণাস্ত্র নির্বিচারে ব্যবহারের পাশাপাশি খাদ্য, চিকিৎসার মতো মৌলিক অধিকারের বিষয়গুলোকেও ‘অস্ত্রে’ পরিণত করে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬২ হাজার ৬২২ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে অন্তত ৬২ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যার আগেরে ২৪ ঘণ্টায় ৬১টি মৃতদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ৩০৮ জন আহত হয়েছেন। এতে ইসরায়েলের আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৭৩ জনে।
বিবৃতিতে বলা হয়, ‘এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।’
মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১ জনেরও বেশি। এতে ২৭ মে থেকে সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ জনে এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩০৮ জনের বেশি।
মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি অবরোধে থাকা গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৮ ফিলিস্তিনি মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২৮১ জনে। তাঁদের মধ্যে শিশু ১১৪ জন।
গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে রেখেছে। এতে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। সেই হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৭৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ হাজার ৬৩২ জন। এতে এ বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় বছরের কাছাকাছি সময় ধরে। এই সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ছিটমহলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রচলিত মারণাস্ত্র নির্বিচারে ব্যবহারের পাশাপাশি খাদ্য, চিকিৎসার মতো মৌলিক অধিকারের বিষয়গুলোকেও ‘অস্ত্রে’ পরিণত করে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬২ হাজার ৬২২ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে অন্তত ৬২ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যার আগেরে ২৪ ঘণ্টায় ৬১টি মৃতদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ৩০৮ জন আহত হয়েছেন। এতে ইসরায়েলের আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৭৩ জনে।
বিবৃতিতে বলা হয়, ‘এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।’
মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১ জনেরও বেশি। এতে ২৭ মে থেকে সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ জনে এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩০৮ জনের বেশি।
মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি অবরোধে থাকা গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৮ ফিলিস্তিনি মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২৮১ জনে। তাঁদের মধ্যে শিশু ১১৪ জন।
গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে রেখেছে। এতে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। সেই হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৭৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ হাজার ৬৩২ জন। এতে এ বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে ক্যাবিনেটের সমর্থন না পাওয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর ডানপন্থী মিত্র। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে একাধিকবার উল্লেখ করেছেন তিনি। রিপাবলিকান পার্টিতে ইসরায়েলের বর্বরতা নিয়ে সরব নেতাদের মধ্যে তিনি অন্যতম।
৩ ঘণ্টা আগেশতদ্রু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পাকিস্তানের পাঞ্জাবে বন্যার হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার গণ্ডা সিং ওয়ালা এলাকায় নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনের মুখে ব্যাপকভাবে ধুঁকতে থাকা গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতে অঞ্চলটিতে জাতিসংঘের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। স্থানীয় সময় গতকাল আইরিশ গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়।
৩ ঘণ্টা আগে